Live: ঘরের ছেলে ঘরে ফিরল, বললেন Mamata; বিজেপি করতে পারলাম না: Mukul

Last Updated: Friday, June 11, 2021 - 16:54
Live: ঘরের ছেলে ঘরে ফিরল, বললেন Mamata; বিজেপি করতে পারলাম না: Mukul

11 June 2021, 16:45 PM

আরও অনেকে বিজেপি ছেড়ে আসবেন। দলের সঙ্গে ভোটের আগে যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের নেব না: মমতা। 

 

11 June 2021, 16:45 PM

উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তৃণমূল কংগ্রেস একটা পরিবার। পরে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে: মমতা। 

11 June 2021, 16:45 PM

কোথায় পিএম কেয়ারসের টাকা? কোথায় ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি টাকা? তৃণমূল নারদ-সারদায় যুক্ত নয়: মমতা।

11 June 2021, 16:45 PM

আমাদের দল শক্তিশালী দল। নির্বাচনের সময় গদ্দারি করেছিল। মুকুল একটা কথাও বলেনি। নির্বাচনের সময় দলবিরোধী একটাও কথা বলেনি। নির্বাচনের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করেছে, তাদের আমরা নেব না। নরমপন্থী ও চরমপন্থী রয়েছে। যাঁরা গদ্দারি করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন তাঁদের নেব না: মমতা।  

11 June 2021, 16:45 PM

দল ইতিমধ্যেই শক্তিশালী। সাধারণ মানুষকে নিয়ে এসেছি। মুকুল পুরনো পরিবারের ছেলে। মুকুলের উপরে কম অত্যাচার হয়নি। মুকুল নিজে মানসিক শান্তি পেল। শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। এত নির্দয়! মানুষকে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না। এটাই প্রমাণ: মমতা

11 June 2021, 16:45 PM

বাংলায় যা স্থিতি কেউ বিজেপিতে থাকবে না: মুকুল।

11 June 2021, 16:45 PM

বিজেপি করতে পারলাম না। করতে পারলাম না। সেই কারণে পুরনো ঘরে ফিরে এলাম: মুকুল।

 

11 June 2021, 16:45 PM

মুকুল বললেন,''এই ঘরে আজকের এই সভায় আমার নিজের খুব ভালো লাগছে। পুরনো মানুষদের সঙ্গে দেখা হচ্ছে। বিজেপি থেকে বেরিয়ে এসে নতুন আঙিনায় দেখা হচ্ছে কথা বলতে পারছি। আমার ভালো লাগছে। বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। সামনে থেকে বাংলাকে নেতৃত্ব দেবেন ভারতের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।''   

 

11 June 2021, 16:45 PM

ঘরের ছেলে

মুকুল রায় ঘরের ছেলে ঘরে ফিরল। বললেন মমতা।

11 June 2021, 16:45 PM

মুকুল রায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল ও শুভ্রাংশুকে স্বাগত জানালেন পার্থ চট্টোপাধ্যায়। উত্তরীয় দিয়ে বরণ করলেন অভিষেক।