মিনারেল ওয়াটারের ব্যারেলে মিলল জ্যান্ত টিকটিকি!
মিনারেল ওয়াটারের ব্যারেলে জ্যান্ত টিকটিকি। জল প্রস্তুতকারী সংস্থার ফোন নম্বরে ফোন করতেই ক্রেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।
কলকাতা: মিনারেল ওয়াটারের ব্যারেলে জ্যান্ত টিকটিকি। জল প্রস্তুতকারী সংস্থার ফোন নম্বরে ফোন করতেই ক্রেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।
ঘটনাটি ঘটেছে লেকটাউনের এস কে দেব রোডে। স্থানীয় দোকান থেকে জলের ব্যারেল কিনেছিলেন তপন রায়। সেই ব্যারেলেই টিকটিকি দেখতে পেয়ে দোকান মালিককে বিষয়টি জানান তিনি। দোকানদারের পরামর্শ মত কোম্পানির নম্বরে ফোনও করেন। এরপর ওই ক্রেতাকেই ফোন করেন সুমন নামে এক ব্যক্তি। জলের ব্যারলের ছবি তুলে ইমেল করতে বলেন। সুমন নামে ওই ব্যক্তি বলেন, তিনি তপনবাবুর বাড়িতে গিয়ে বিষয়টি দেখতে চান।
তপন রায়ের অভিযোগ, রাত বারোটার পর থেকে হুমকি ফোন আসতে শুরু করে। আজ লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন তপন রায়। সুমন নামে ওই ব্যক্তির খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস। দোকান মালিক এবং মিনারেল ওয়াটার কোম্পানির সাপ্লায়ারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস।