ভোট শান্তিপূর্ণ, মানলেন দিলীপ; পুনর্ভোটের দাবিতে ধরনা মুকুলের

পুনর্নির্বাচনের দাবিতে ধরনা মুকুলের রায়। 

Updated By: Apr 12, 2019, 03:13 PM IST
ভোট শান্তিপূর্ণ, মানলেন দিলীপ; পুনর্ভোটের দাবিতে ধরনা মুকুলের

অঞ্জন রায়

পুনর্নির্বাচনের দাবিতে কলকাতায় রাজ্যের নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে ধরনায় বসেছে বিজেপি নেতা মুকুল রায়। কিন্তু উলটো সুর দিলীপের গলায়। বিজেপির রাজ্য সভাপতি বললেন, ভোট ভাল হয়েছে। লুটের চেষ্টা করেছিল, তবে পারেনি। আবার পরক্ষণেই দিলীপ দাবি করলেন, নির্বাচন কমিশন ব্যর্থ।  

একবার বলছেন, ভোট ভাল হয়েছে। ভোট লুঠ করতে পারেনি শাসক দল। আবার পরক্ষণেই দিলীপ ঘোষ বলছেন, নির্বাচন কমিশন ব্যর্থ। প্রথম দফার ভোটের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে ধাঁধায় খোদ বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের কথায়, ''ভোট ভাল হয়েছে। চেষ্টা করেছিল, তবে লুট করতে পারেনি। তবুও কোচবিহারের ৩১৫টি বুথে পুনর্ভোট চেয়েছি। নেতারা নির্বাচন কমিশনে ধরনায় বসেছেন। শুনেছি, আরও ৫০ কোম্পানি বাহিনী আসছে''। 

এরপরই দিলীপের দাবি, রবিবাবুর (উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী) গুন্ডারা এসেছিল। আমরা মেরেছি। তাই রবিবাবু চুপচাপ। এখন কড়লা খাচ্ছেন। সব নেতাদের জন্য এমন ব্যবস্থা করছি। এরপরই আবার উল্টো কথা দিলীপের মুখে। বলেন,''নির্বাচন কমিশন কাজে একদম খুশি নই। এজন্য যা করার তাড়াতাড়ি করব। আমরা চাই একটা বুথে যেন গণ্ডগোল না হয়। নির্বাচন কমিশন ব্যর্থ''। এদিকে আবার কোচবিহারের ৩১৫টি আসনে পুনর্নির্বাচনের দাবিতে ধরনায় বসেছেন মুকুল রায়।

    

 

শুক্রবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, যা ইঙ্গিত পেলাম, তাতে মনে হল, ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে রাজ্য সরকার। কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের বক্তব্য ছিল,''ভোট শান্তিপূর্ণ হয়েছে। রাজ্য পুলিশ সহযোগিতা করেছে''।      

আরও পড়ুন- ২৪ ঘণ্টা কেটে গেল, ধর্মনিরপেক্ষতার ঝান্ডাবাহীরা কোথায়? প্রশ্ন মোদীর

.