যাদবপুরে জারি লুক আউট নোটিশ

অধ্যাপকের নামে  এবার  বিশ্ববিদ্যালয়ে জারি করা হল লুক আউট নোটিস। তাও আবার  জারি করলেন অন্য অধ্যাপক। নজিরবিহীন এই ঘটনায় এবার বিতর্ক  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একজন অধ্যাপকের নামে কি এভাবে লুক আউট নোটিস জারি করা যায়। মানহানির অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন ওই অধ্যাপক।

Updated By: Sep 13, 2016, 04:26 PM IST
যাদবপুরে জারি লুক আউট নোটিশ

ওয়েব ডেস্ক: অধ্যাপকের নামে  এবার  বিশ্ববিদ্যালয়ে জারি করা হল লুক আউট নোটিস। তাও আবার  জারি করলেন অন্য অধ্যাপক। নজিরবিহীন এই ঘটনায় এবার বিতর্ক  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একজন অধ্যাপকের নামে কি এভাবে লুক আউট নোটিস জারি করা যায়। মানহানির অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন ওই অধ্যাপক।

আরও পড়ুন- সিনেমা ঘিরে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

প্রসঙ্গত, কলকাতা শহরের এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়কে অতীতে বিভিন্ন ইস্যুতে বারংবার সরব হতে দেখা গেছে। কিন্তু, এবারের মতো অধ্যাপকের বিরুদ্ধে লুক আউট নোটিসের ব্যাপারে একেবারেই অভ্যস্ত নয় যাদবপুর। ছাত্রদের তরফে বা অধ্যাপাক সংগঠনের পক্ষ থেকেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- ফের একবার রাজপথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

.