গ্রেফতার মদন, টিকাটিপ্পনীর ঝড় ফেসবুক, টুইটারে
মদন মিত্রের গ্রেফতারিতে তোলপাড় রাজ্য। রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, সবার মুখেই এখন এক নাম, এক ঘটনার কথা। পক্ষে-বিপক্ষে টিকাটিপ্পনীর ঝড়। আঁচ পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
ব্যুরো: মদন মিত্রের গ্রেফতারিতে তোলপাড় রাজ্য। রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, সবার মুখেই এখন এক নাম, এক ঘটনার কথা। পক্ষে-বিপক্ষে টিকাটিপ্পনীর ঝড়। আঁচ পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
গরাদের ওপারে মনমরা মদন।
এ ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটার সর্বত্র। লাইক, ডিসলাইকের ঘরে সংখ্যাটা বাড়ছে প্রতি মুহুর্তে।
এমন ছবিও দেখা যাচ্ছে, যেখানে কুণাল-টুম্পাই-মদনের ছবিতে রেড মার্কে ক্রস চিহ্ন করে দেওয়া হয়েছে।
গ্রেফতারি প্রসঙ্গে এর আগে মদন মিত্র বলেছিলেন, গান্ধীজিও তো গ্রেফতার হন। তাঁর সেই মন্তব্যও এদিন বিতর্কের কেন্দ্রে। পড়েছে একের পর এক কমেন্ট।
গান্ধিজী যেমন ফাদার অফ নেশন, সেই পথেই কটাক্ষের সুরে কেউ লিখেছেন, 'মদন মিত্র- ফাদার অফ বেঙ্গল!'
কেউ আবার কমেন্টে 'কোটি কোটি লাইক' লিখে দিয়েছেন।
বোঝাই যাচ্ছে, এ পাবলিক অবশ্যই মদন-অনুরাগী নন.. !
মদন ইস্যুতে ফেসবুকে হাজির রাজনীতিবিদরাও।
এই যেমন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং। তাঁর প্রশ্ন, মদনের পর এবার কে?
একদিকে যখন গ্রেফতারির সমর্থনে ফেসবুক পেজ ভরেছে একের পর এক কমেন্ট-লাইকে, তখন তৃণমূলের তরফেও এসেছে পাল্টা জবাব। থুড়ি, কমেন্ট।
সামনে রাখার চেষ্টা হয়েছে প্রতিবাদ-ষড়যন্ত্রের তত্ত্ব।