জামিন পেতে মরিয়া মদন, আবেদনে আর মন্ত্রী নন, এবার তিনি শুধুই বিধায়ক
জামিন পেতে মরিয়া মদন মিত্র। মরিয়া প্রভাবশালী তকমা ঘোচাতে। তাই নিজের মন্ত্রী পরিচয়ও মুছে ফেলতেও দ্বিধা করছেন না। আলিপুর আদালতে বিধায়ক হিসেবেই জামিন চেয়েছেন ক্রীড়ামন্ত্রী। শুনানি, পঁচিশে মে।
ব্যুরো: জামিন পেতে মরিয়া মদন মিত্র। মরিয়া প্রভাবশালী তকমা ঘোচাতে। তাই নিজের মন্ত্রী পরিচয়ও মুছে ফেলতেও দ্বিধা করছেন না। আলিপুর আদালতে বিধায়ক হিসেবেই জামিন চেয়েছেন ক্রীড়ামন্ত্রী। শুনানি, পঁচিশে মে।
মদন মিত্রের বিরুদ্ধে CBI-এর সবচেয়ে বড় হাতিয়ার তাঁর প্রভাবশালী পরিচয়। আঠারোই ফেব্রুয়ারি সারদা মামলার চার্জশিটেও বিষয়টির উল্লেখ ছিল।
CBI এর যুক্তি, মদন মিত্র সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি। তাঁকে ছেড়ে দিলে সাক্ষীদের ওপর চাপসৃষ্টি করা হতে পারে।
এই যুক্তিই বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে মদন মিত্রের জামিন পাওয়ার রাস্তায়।
নিম্ন আদালত থেকে দুবার ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। হাইকোর্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্জি শোনেননি তিন বিচারপতি।
এরপর আলিপুর আদালতে জামিনের আবেদন হলেও, হাইকোর্টে আবেদন জানিয়ে নগর দায়রা আদালতে সেই মামলা সরিয়ে নিয়ে যায় CBI।