পুলিসের চোখে চোখে ধুলো দিয়ে SSKM থেকে পালাল বন্দি

নিরাপত্তায় মোতায়েন তিন কনস্টবেলের চোখে ধুলো দিয়ে এসএসকেএম-এর কার্জন ওয়ার্ড থেকে উধাও হল বিচারাধীন বন্দি আফজল মোল্লা। আজ সকাল থেকে খোঁজ মিলছে না তার। প্রেসিডেন্সি জেল থেকে চিকিত্সার জন্য সতেরই জুন আফজলকে এসএসকেএমে আনা হয়। বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশের কারণে গ্রেফতার করা হয়েছিল আফজলকে।

Updated By: Jun 23, 2015, 07:04 PM IST

ওয়েব ডেস্ক: নিরাপত্তায় মোতায়েন তিন কনস্টবেলের চোখে ধুলো দিয়ে এসএসকেএম-এর কার্জন ওয়ার্ড থেকে উধাও হল বিচারাধীন বন্দি আফজল মোল্লা। আজ সকাল থেকে খোঁজ মিলছে না তার। প্রেসিডেন্সি জেল থেকে চিকিত্সার জন্য সতেরই জুন আফজলকে এসএসকেএমে আনা হয়। বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশের কারণে গ্রেফতার করা হয়েছিল আফজলকে।

অভিযোগ, যে ওয়ার্ডে ওই বিচারাধীন বন্দিকে রাখা হয়েছিল সেখানকার জানলায় কোনও রড ছিল না। সেকারণেই  নজরদারির জন্য মোতায়েন করা হয় তিন কনস্টেবলকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে,  তিনজন কনস্টেবলের চোখে ধুলো দিয়ে কীভাবে পালিয়ে গেল ওই বন্দি ।

Tags:
.