শ্বাসকষ্টের কারণে এসএসকেএমে ভর্তি করা হল মদন মিত্রকে
ভোটের পরদিনই হঠাত্ বুকে ব্যথা মদন মিত্রের। সঙ্গে শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাঁকে আনা হল এস এস কে এমে। আলিপুর সেন্ট্রাল জেল থেকে তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হল পিজিতে। গতকাল দিনভর জেলের ভিতর নজরবন্দি ছিলেন কামারহাটির হেভিওয়েট তৃণমূল প্রার্থী মদন মিত্র। সেলের ভিতরে দিনভর তাঁর পিছু ছাড়েননি ডেপুটি জেলর এবং দুজন সিপাই। দিনভর মনমরা ছিলেন তিনি। টিভিতে মাঝেমধ্যেই ভোটের খবর দেখেছেন। কিন্তু চিন্তায় মুখে তোলেননি তেমন কিছুই। বাবার অনুপস্থিতিতে গড় সামলান ছেলে শুভরূপ মিত্র। তারপর আজ হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন তিনি।
![শ্বাসকষ্টের কারণে এসএসকেএমে ভর্তি করা হল মদন মিত্রকে শ্বাসকষ্টের কারণে এসএসকেএমে ভর্তি করা হল মদন মিত্রকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/26/54221-madan-26-4-16.jpg)
ওয়েব ডেস্ক: ভোটের পরদিনই হঠাত্ বুকে ব্যথা মদন মিত্রের। সঙ্গে শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাঁকে আনা হল এস এস কে এমে। আলিপুর সেন্ট্রাল জেল থেকে তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হল পিজিতে। গতকাল দিনভর জেলের ভিতর নজরবন্দি ছিলেন কামারহাটির হেভিওয়েট তৃণমূল প্রার্থী মদন মিত্র। সেলের ভিতরে দিনভর তাঁর পিছু ছাড়েননি ডেপুটি জেলর এবং দুজন সিপাই। দিনভর মনমরা ছিলেন তিনি। টিভিতে মাঝেমধ্যেই ভোটের খবর দেখেছেন। কিন্তু চিন্তায় মুখে তোলেননি তেমন কিছুই। বাবার অনুপস্থিতিতে গড় সামলান ছেলে শুভরূপ মিত্র। তারপর আজ হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন তিনি।