সেই ২০১৪ থেকে বেইমানি করে আসছে, দল আজ বেইমানমুক্ত: Madan Mitra
শুভেন্দুর বক্তব্যের এই অংশটি ধরে এ দিন শ্রীরামপুরের তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিষয়টি তিনি আগেই দলকে বলার চেষ্টা করেছিলেন।
নিজস্ব প্রতিবেদন: অমিত শাহের (Amit Shah) সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ ২০১৪ সালে। সে কথা মেদিনীপুরের সভায় নিজেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ তুলেই নাম না করে সদ্য প্রাক্তন সতীর্থকে নিশানা করলেন মদন মিত্র (Madan Mitra)। তাঁর কথায়,'২০১৪ থেকে বেইমানি করে আসছে, আজ তা স্বীকার করল। ছুরি মেরেছে। আজ তৃণমুল বেইমানমুক্ত।'
এ দিন মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাতে পদ্মপতাকা তুলে দেন অমিত শাহ (Amit Shah)। অমিত শাহের সঙ্গে তাঁর ২০১৪ সালে প্রথম সাক্ষাৎ হয়েছিল বলে এ দিন জনসভায় জানান শিশিরপুত্র। তাঁর কথায়, বলেন,'আমার বড় ভাই, আমার দাদা দেশের গৌরব স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৪ সালে নির্বাচনে দলকে উত্তরপ্রদেশে বিশাল জয় পাইয়ে দিয়েছিলেন। অশোক রোডে পুরনো পার্টি অফিসের ছোট্ট ঘরে দর্শন দেন তিনি। সুযোগ করে দিয়েছিলেন তৎকালীন রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিং। ভাইয়ের মতো ভালবাসেন আমায়। কোভিডে আক্রান্ত হয়েছিলাম। ২১ বছর যাদের জন্য করেছি, তারা খোঁজ নেয়নি। অমিতজি দু'বার খোঁজ নিয়েছেন। কোটি কোটি প্রণাম তাঁকে।'
শুভেন্দুর বক্তব্যের এই অংশটি ধরে এ দিন শ্রীরামপুরের তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিষয়টি তিনি আগেই দলকে বলার চেষ্টা করেছিলেন। তাঁর অভিযোগ যে অমূলক ছিল না, তা আজ স্পষ্ট হয়ে গেল। শুভেন্দু-অমিত সাক্ষাৎ নিয়ে মদন মিত্র বলেন,'২০১৪ থেকে বেইমানি করে আসছে,আজ সেটা স্বীকার করল। দলে থেকে দলকে ছুরি মেরেছে। আজ তৃণমুল বেইমানমুক্ত। এই বেইমানদের জন্য বিজেপির সঙ্গে লড়াইয়ের পথে বাধা আসছি। সেই বাধা আজ মুক্ত হল।'
এ দিন বেলঘরিয়ার রথতলায় জগন্নাথ মন্দিরে পুজো দেন মদন মিত্র। যজ্ঞও করেন। তাঁর শোভাযাত্রাও কর্মসূচিও ছিল বেশ বর্ণময়। খোল-তাসা নিয়ে বাইক মিছিল করেন মদন।
আরও পড়ুন- বাংলার মাটির মানুষই BJP-র আগামী মুখ্যমন্ত্রী, স্পষ্ট করলেন Amit Shah