মদনের ভয় রোগ
মেডিক্যাল টেস্টের মাঝেই ফের অসুস্থ হয়ে পড়লেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। গতকালই মন্ত্রীর ,ইকো কার্ডিওগ্রাফি ও আল্ট্রাসনোগ্রাফি, ইইজি করা হয়। অল্টার মনিটরিং রিপোর্টেও কোনও সমস্যা পাওয়া যায়নি। চিকিতসকেরা জানিয়েছেন মন্ত্রীর ক্লসটোফোবিয়া রয়েছে। মাঝেমধ্যেই ভয় পাচ্ছেন, দম আটকে যাচ্ছে।
![মদনের ভয় রোগ মদনের ভয় রোগ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/27/33044-madan-heath.jpg)
কলকাতা: মেডিক্যাল টেস্টের মাঝেই ফের অসুস্থ হয়ে পড়লেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। গতকালই মন্ত্রীর ,ইকো কার্ডিওগ্রাফি ও আল্ট্রাসনোগ্রাফি, ইইজি করা হয়। অল্টার মনিটরিং রিপোর্টেও কোনও সমস্যা পাওয়া যায়নি। চিকিতসকেরা জানিয়েছেন মন্ত্রীর ক্লসটোফোবিয়া রয়েছে। মাঝেমধ্যেই ভয় পাচ্ছেন, দম আটকে যাচ্ছে।
মস্তিষ্কের এমআরআই,এনজিওগ্রাফি ও ট্রেডমিল টেস্ট করা হবে। তাই এখনই ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।শারীরিক পরীক্ষার সমস্ত রিপোর্ট দেখার পরেই তাকে ছাড়ার সিদ্ধান্ত নেবে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড।