কুয়াশায় ঢেকেছে দঃবঙ্গ, ব্যাহত রেল ও বিমান পরিষেবা

শনিবার সকাল থেকেই দক্ষিণ বঙ্গের আকাশে ঘন কুয়াশা। আবহাওয়া খারাপ হওয়ায় ব্যাহত হচ্ছে ট্রেন ও বিমান পরিষেবা। পূর্ব রেলের ট্রেন চলাচলে বিভ্রাট। বাতিল তুফান এক্সপ্রেস। রাজধানী সহ একাধিক ট্রেন চলছে দেরিতে। ব্যহত বিমান পরিষেবাও।

Updated By: Dec 27, 2014, 11:10 AM IST
কুয়াশায় ঢেকেছে দঃবঙ্গ, ব্যাহত রেল ও বিমান পরিষেবা

কলকাতা: শনিবার সকাল থেকেই দক্ষিণ বঙ্গের আকাশে ঘন কুয়াশা। আবহাওয়া খারাপ হওয়ায় ব্যাহত হচ্ছে ট্রেন ও বিমান পরিষেবা। পূর্ব রেলের ট্রেন চলাচলে বিভ্রাট। বাতিল তুফান এক্সপ্রেস। রাজধানী সহ একাধিক ট্রেন চলছে দেরিতে। ব্যহত বিমান পরিষেবাও।

পূর্বা রেল সূত্রে জানানো হয়েছে বিকাল ৫টায় ছাড়বে পূর্বা এক্সপ্রেস। সকাল ৮টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল ট্রেনটির। দঃপূঃ রেলেও ব্যাহত ট্রেন চলাচল। দেরিতে চলেছে আজাদহিন্দ এক্সপ্রেস। দেরিতে চলছে পুরী এক্সপ্রেস। দেরিতে চলছে মুম্বই মেল।

ডাউন রাজধানী এক্সপ্রেস চলছে ৩ ঘণ্টা দেরিতে। অমৃতসর মেল১২ ঘণ্টা দেরিতে চলছে। কালকা মেল চলছে ৬ ঘণ্টা দেরিতে। যোধপুর  এক্সপ্রেস ১৩ ঘণ্টা দেরিতে চলছে।

 

.