কলকাতায় থেকেই চলবে লড়াই, জানিয়ে দিল মধ্যমগ্রামের নির্যাতিতার পরিবার, আগামিকাল হাইকোর্টে

এবার আইনি লড়াইয়ের পথে মধ্যমগ্রামের নির্যাতিতার পরিবার। আগামিকালই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। রাজ্য প্রশাসনে আস্থা হারিয়ে গতকালই দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন মধ্যমগ্রাম কাণ্ডে নিগৃহীতার পরিবার। ফিরে এসে ট্যাক্সিচালক বাবা জানালেন লড়াই চলবে, শেষ দেখে ছাড়বেন।

Updated By: Jan 8, 2014, 11:40 PM IST

এবার আইনি লড়াইয়ের পথে মধ্যমগ্রামের নির্যাতিতার পরিবার। আগামিকালই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। রাজ্য প্রশাসনে আস্থা হারিয়ে গতকালই দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন মধ্যমগ্রাম কাণ্ডে নিগৃহীতার পরিবার। ফিরে এসে ট্যাক্সিচালক বাবা জানালেন লড়াই চলবে, শেষ দেখে ছাড়বেন।

রাষ্ট্রপতির কাছ থেকে ফিরে এসে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করার পর কলকাতায় থেকেই মেয়ের জন্য সুবিচার চাইবে অসহায় পরিবার। সিবিআই তদন্তের দাবি নিয়ে মঙ্গলবার দুপুর একটা নাগাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন নিগৃহীতার বাবা ও এক আত্মীয়। সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাট ,শ্যামল চক্রবর্তী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নিগৃহীতার বাবা জানান, গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।

.