মাধ্যমিকে বাড়ল পাসের হার। এবারও সফলতম পূর্ব মেদিনীপুর, কলকাতা দ্বিতীয়। প্রথম স্থানে অর্ণব মল্লিক। -LIVE
মাধ্যমিকের ফল-মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক সম্মেলন-LIVE
প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফল। ফল প্রকাশ করছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। থাকল সেই সাংবাদিক সম্মেলনের LIVE আপডেট--
সম্ভাব্য মেধা তালিকায় প্রথম স্থান পেলেন অর্ণব মল্লিক (হুগলি,কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল)। মোট ৭০০ নম্বরের মধ্যে অর্ণব মল্লিক পেয়েছেন ৬৮২ নম্বর।
দ্বিতীয় স্থান পেলেন অনিরুদ্ধ সরকার, কাটোয়া, কাটোয়া কাশীরাম ইনস্টিটিউট, মোট প্রাপ্ত নম্বর ৬৮১। যুগ্মভাবে তৃতীয় স্থান পেলেন প্রীতম দাস (উত্তর দিনাজপুর, ইসলামপুর স্কুল), ও বীথি মণ্ডল (বসিরহাট হরিমোহন দালাল গার্লস)। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮০।
মেয়েদের মধ্যে প্রথম বসিরহাটের বীথি মণ্ডল। কলকাতার মধ্যে প্রথম অর্ঘ্য মাইতি (নব নালন্দা হাইস্কুল)।
আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি,২০১৫। চলবে ৪ মার্চ পর্যন্ত।
পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৫.০৪ শতাংশ। কলকাতায় পাশের হার ৯০.৮৬ শতাংশ। দক্ষিণ ২৪ পরগণা-৯০.০৬ শতাংশ। উত্তর ২৪ পরগনা-৮৮.৮৫ শতাংশ। হাওড়ায় পাশের হার ৮৬.৫৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুর-৮৬.৪২ শতাংস। হুগলি-৮৬ শতাংশ।
ছেলেদের পাশের হার ৮৫.৮৮ শতাংশ। ছাত্রীদের ক্ষেত্রে সেই সংখ্যাটা শতকরা ৭৮.৮৭।
মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে দশ লক্ষ।
সকাল ৯.১০- গতবারের তুলনায় এ বছর পাসের হার সামান্য বেড়েছে। এ বছর পাসের হার ৮২.২৪ শতাংশ।
পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সবচেয়ে বেশী। তারপরই কলকাতা।
সকাল ৯.০৫- কল্যাণময় গঙ্গোপাধ্যায়: মাধ্যমিক শেষের ৭৮ দিনের মধ্যে ফলপ্রকাশিত হচ্ছে।
সকাল ৯টা- মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন শুরু।
সকাল দশটা থেকে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে৷ যে সব ওয়েবসাইটে ফল জানা যাবে। সেগুলি হল : www.wbbse.org, http:/results.banglarmukh.gov.in, http:/wbresults.nic.in, www.calcuttatelephones.com, -সহ একাধিক ওয়েবসাইটে