আজ মহাষ্টমী, মনের মলিনতা ঘুচিয়ে পুজোর সেরা দিনটির স্বাদ চেটেপুটে নিতে প্রস্তুত তিলোত্তমা কলকাতা
আজমহাষ্টমী। মনের সব মলিনতা গুছিয়ে আজ সব নতুন করে শুরু করবার দিন। সকাল থেকেই পুজো প্যান্ডেল গুলিতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আনকোড়া শাড়ির ভাজে ষোড়শী আজ অনন্যা। জিনস টি শার্ট ছেড়ে অনভ্যস্ত ধুতিতে মেতেছে সদ্য তরুণ। নতুন জুতোতে পায়ের ফোস্কাও অষ্টমী সকালের খুশিয়াল মেজাজের কাছে গোহারান হেরেছে।
আজমহাষ্টমী। মনের সব মলিনতা গুছিয়ে আজ সব নতুন করে শুরু করবার দিন। সকাল থেকেই পুজো প্যান্ডেল গুলিতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আনকোড়া শাড়ির ভাজে ষোড়শী আজ অনন্যা। জিনস টি শার্ট ছেড়ে অনভ্যস্ত ধুতিতে মেতেছে সদ্য তরুণ। নতুন জুতোতে পায়ের ফোস্কাও অষ্টমী সকালের খুশিয়াল মেজাজের কাছে গোহারান হেরেছে।
সপ্তমী আর নবমীর মাঝের আজকের দিনটা কোনও এক অজানা কারণে দুর্গোৎসবের সেরা দিন হিসাবে গন্য। হয়ত উৎসব শুরুর আবেশ মাখা সপ্তমী আর উৎসব শেষের ডাক দিয়ে যাওয়া নবমী নিশির মাঝের সব সুন্দরের নির্যাস বাঙালি খুঁজে পায় আজকের দিনটাতেই। যার যার যা কিছু সেরা আজকের দিনটার জন্য বেছে রাখা থাকে সেই সব টুকু।
সকাল থেকে ১০৮ পদ্মের সঙ্গে শুরু হয়ে গেছে দেবীর পুজো। বহু মণ্ডপে একই সঙ্গে চলছে কুমারী পুজো।
উত্তরে কুমারটুলী থেকে দক্ষিণে উদয়ন, অষ্টমী সকালে সারা কলকাতাই নিজের ছন্দে মেতে উঠছে। অঞ্জলী শেষে বাড়িতে বাড়িতে ভেসে আসছে গরম লুচির গন্ধ। বারোয়ারী প্যান্ডেলে ভোগ রান্নার তোরজোড় চলছে। অষ্টমী সকালের সমোস্ট স্বাদ চেটেপুটে নিতে প্রস্তুত সারা কলকাতা। প্রস্তুত রাজ্যের সব জেলাই।