ফের জোটে মমতা-মহাশ্বেতা
দীর্ঘদিন পর ফের একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও মহাশ্বেতা দেবী। পানাগড়ে মাটি উত্সবের সূচনা করে মহাশ্বেতা দেবীকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেল প্রবীণ সাহিত্যিকের গলায়।
দীর্ঘদিন পর ফের একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও মহাশ্বেতা দেবী। পানাগড়ে মাটি উত্সবের সূচনা করে মহাশ্বেতা দেবীকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেল প্রবীণ সাহিত্যিকের গলায়।
পরিবর্তন চাই স্লোগান তুলে তৃণমূলের সমর্থনে পথে নেমেছিলেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী। সরকার বদলের পর ২০১১-র ২১ জুলাইয়ের মঞ্চেও ছিলেন। কিন্তু, তারপর বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এমনকী দিনকয়েক আগে বইমেলাতেও খানিক অসন্তোষের সুরই শোনা গেছিল। সেখানে তিনি বলেন, মানুষের যাতে ভালো হয় সেকাজই করুক সরকার।
আর শনিবারের পানাগড় দেখল পুরনো ছবি। মাটি উত্সবের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী এ দিন বলেন, "হাত তুলে সরকারের জয়ধ্বনি করুন।"
নিন্দুকদের কিন্তু তবু যায় না। কেন হঠাত্ এমন অবস্থান বদল? কেনই বা স্বতঃস্ফুর্ত বক্তব্য রাখতে অভ্যস্ত মহাশ্বেতা দেবী খাতা দেখে বক্তব্য রাখলেন?
এ তো অচেনা মহাশ্বেতা দেবী। তবে কি যা বললেন তা নিজে লেখেননি প্রবীণ সাহিত্যিক? যা বললেন তা নিশ্চয়ই বিশ্বাস করেন।