নিজস্ব প্রতিবেদন: অবসর নিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। অন্যদিকে, নতুন স্বরাষ্ট্রসচিব পদে এলেন বি পি গোপালিকা। পাশাপাশি এদিনই রাজ্য পুলিসের ৫৫টি পদে রদবদল করল রাজ্য সরকার। এদের মধ্যে বেশ কয়েকজন আইপিএসও রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ডায়মন্ডহারবারে ভোট পরবর্তী হিংসা, বীরেন্দ্রকে চিঠি শিশু সুরক্ষা কমিশনের


সোমবার রাজ্য সরকারের তরফে ওই রদবদলের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বেশ কয়েকজন পুলিস আধিকারিকের পদন্নতি হয়েছে, কারও পদের অবনতিও হয়েছে। পাশাপাশি কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে মেদিনীপুর মেদিনীপুর রেঞ্জের ডিআইডি কুণাল আগরওয়ালকে।


বারাসত রেঞ্জের ডিআইজি করা হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। প্রবীণ কুমার ত্রিপাঠি হচ্ছেন মালদহের(Malda)ডিআইজি। কলকাতার জয়েন্ট সিপি এসটিএফ হচ্ছেন ভি সলোমন নেশাকুমার। মেদিনীপুর রেঞ্জের ডিআইজি হচ্ছেন শ্যাম সিং।


আরও পড়ুন-করোনার ভয়ানক ঢেউতেও virus-proof village-এর সম্মান অর্জন 'টিলার ফাঁদে'র


উল্লেখযোগ্য রদবদল


** নায়ারণ গোস্বামী-ডিআইজি এসটিএফ ওয়েস্ট বেঙ্গল পদে এলেন।


** প্রবীণ কুমার-মালদহ রেঞ্জের ডিআইজি।


** নীলু শেরপা-ডিআইজি এসসিআরবি, ওয়েস্ট বেঙ্গল।


** ভি সলোমন নেশাকুমার-জয়েন্ট সিপি এসটিএফ।


** প্রসূন বন্দ্যোপাধ্যায়-ডিআইজি বারাসত রেঞ্জ।


** কুণাল আগরওয়াল-কম্পালসরি ওয়েটিং।


** অনুপ জয়সোয়াল-ডিআইজি রায়গঞ্জ।


** অমিতাভ বর্মা-ডিআইজি ট্রাফিক ওয়েস্ট বেঙ্গল।


** সৈয়দ ওয়াকার রাজা-জয়েন সিপি অপারেশন কলকাতা।


** মেরাজ খালিদ-ডিআইজি সিআইডি(ওপারেশন)


** প্রবীণ প্রকাশ-ডিসি চন্দননগর পুলিস কমিশনারেট।


** কোটেশ্বর রাও- এসপি,এসিবি, ওয়েস্ট বেঙ্গল।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)