1/7
নরেন্দ্র মোদীর 'স্বচ্ছ ভারত' স্লোগান যখন ঢের দূরের বস্তু তখনই কিন্তু পশ্চিম কার্বি আংলং জেলার (West Karbi Anglong district) এই ছোট্ট গ্রাম নিজেদের মতো করে শুরু করে দিয়েছিল স্বচ্ছতার অনুশীলন। ফলে অসমের সব চেয়ে পরিষ্কার গ্রামের তকমা জুটেছিল আগেই। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি পালন আর শৃঙ্খলা-- এই তিন বর্মেই সুরক্ষিত রয়েছেন এই গ্রামের টিওয়া জনজাতি। ৯০ ঘর মানুষ। জনসংখ্যা ছশো।
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
Shikdamakha-য় আগে হাটবারে গ্রামের চারপাশে জমত আবর্জনা। সেই ময়লার স্তূপ সাফ করত-করতে বিরক্ত হতেন গ্রামবাসীরা। অবশেষে তাঁরা ২০১০ সালে বড়দিনের আগে 'সাফাই অভিযান কমিটি' গড়ে ফেলেন। ২০১২ সালে, 'সেন্ট অ্যান্টনি ইয়ুথ অ্যাসোসিয়েশনে'র উদ্যোগে গ্রামে শুরু হয় পরিচ্ছন্নতার প্রতিযোগিতা। ফল মেলে হাতেনাতে। ১ নম্বরে থাকতে সব পরিবারই কোমর বাঁধে। রাস্তায় ঝাড়ু পড়তে থাকে ঘন ঘন। সব ময়লা জমা হয় বাঁশের ঝুড়িতে। ক্রমে প্রতিযোগিতাই পরিণত হয় অভ্যাসে। গ্রামকে প্লাস্টিকমুক্ত বা খোলা জায়গায় শৌচের অভ্যাস থেকে মুক্ত করতে প্রশাসনকে তাই বিশেষ বেগ পেতে হয়নি। গ্রামবাসীরাই প্লাস্টিকের প্রবেশ নিষিদ্ধ করেছেন। পাকা শৌচালয় সব বাড়িতে।
6/7
7/7
photos