'সৈনিক'দের দফতর বণ্টন মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজই দুপুর নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নিয়েছেন তিনি। আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বৈঠকের পর মন্ত্রিদের দফতর বন্টন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
!['সৈনিক'দের দফতর বণ্টন মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সৈনিক'দের দফতর বণ্টন মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/27/56266-resssssss.png)
ওয়েব ডেক্স : আজই দুপুর নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নিয়েছেন তিনি। আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বৈঠকের পর মন্ত্রীদের দফতর বন্টন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক নজরে কে কোন দফতর পেলেন-
মমতা বন্দ্যোপাধ্যায় - স্বরাষ্ট্র, পাহাড়, স্বাস্থ্য, তথ্য সংস্কৃতি, ক্ষুদ্রশিল্প, সংখ্যালঘু উন্নয়ন ও ভূমি সংস্কার দফতর
অমিত মিত্র - অর্থ, শিল্প ও বাণিজ্য এবং শিল্প পুনর্গঠন, আবগারি দফতর
ব্রাত্য বসু- তথ্যপ্রযুক্তি দফতর
পার্থ চট্টোপাধ্যায়- সংসদ বিষায়ক ও স্কুল শিক্ষা দফতর
শোভন চট্টোপাধ্যায়- দমকল, পরিবেশ ও আবাসন দফতর
শোভনদেব চট্টোপাধ্যায়- বিদ্যুত্ দফতর
অবনী জোয়ারদার- কারা দফতর
সুব্রত মুখোপাধ্যায়- পঞ্চায়েত দফতর
ফিরহাদ হাকিম- পুর ও নগরোন্নয়ন দফতর
অরূপ রায়- সমবায় দফতর
অরূপ বিশ্বাস- পূর্ত, যুবকল্যাণ ও ক্রীড়া দফতর
আব্দুর রেজ্জাক মোল্লা- খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর
গৌতম দেব- পর্যটন দফতর
জ্যোতিপ্রিয় মল্লিক- খাদ্য দফতর
বিনয়কৃষ্ণ বর্মণ- বন দফতর
জাভেদ খান- অসামরিক ও বিপর্যয় মোকাবিলা দফতর
সাধন পান্ডে- ক্রেতা সুরক্ষা দফতর
শুভেন্দু অধিকারী- পরিবহন দফতর
পূর্ণেন্দু বসু- কৃষি দফতর
চন্দ্রনাথ সিনহা- মত্স্য দফতর
মলয় ঘটক- আইন ও শ্রম দফতর
রবীন্দ্রনাথ ঘোষ- উত্তরবঙ্গ উন্নয়ন দফতর
শান্তিরাম মাহাত- পশ্চিমাঞ্চল উন্নয়ন
চূড়ামণি মাহাত- সংখ্যালঘু উন্নয়ন
সৌমেন মহাপাত্র- জলসম্পদ উন্নয়ন
জেমস কুজুর- আদিবাসী উন্নয়ন
তপন দাশগুপ্ত- কৃষি বিপণন
রাজীব বন্দ্যোপাধ্যায়- সেচ দফতর
আশিস ব্যানার্জি- জৈব প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি ও পরিকল্পনা বিষয়ক দফতর
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
শশী পাঁজা- স্বাস্থ্য ও শিশুকল্যান দফতর
স্বপন দেবনাথ- পঞ্চায়েত ও ভূমি ও ভূমি সংস্কার দফতর
সিদ্দিকুল্লা চৌধুরী- গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতর
মন্টুরাম পাখিরা- সুন্দরবন উন্নয়ন দফতর
অসীমা পাত্র- কারীগরি প্রশিক্ষণ দফতর
প্রতিমন্ত্রী
লক্ষ্মীরতন শুক্লা- ত্রীড়া দফতর
ইন্দ্রনীল সেন- তথ্য ও সংস্কৃতি দফতর
শ্যামল সাঁতরা- পঞ্চায়েত ও জনস্বাস্থ্য দফতর
গুলাম রব্বানি- পর্যটন দফতর
বাচ্চু হাঁসদা- উত্তরবঙ্গ উন্নয়ন দফতর
গিয়াসুদ্দিন মোল্লা- সংখ্যালঘু উন্নয়ন দফতর
সন্ধ্যারানি টুডু- অনগ্রসর জাতি উন্নয়ন দফতর
জাকির হোসেন- শ্রম দফতর
এছাড়া, স্পিকার পদে দায়িত্ব পাচ্ছেন বিমান মুখোপাধ্যায়। ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি।