মোদী-শাহের ঘরেই এবার Mamata-র ভাষণ, তৃণমূলের একুশ গুজরাটের ৩২ জেলায়

একুশে জুলাই দিল্লির ঐতিহাসিক কনস্টিটিউশন হলে জায়েন্ট স্ক্রিনে মমতার (Mamata Banerjee) বক্তব্য শোনানোর বন্দোবস্ত করেছে তৃণমূল কংগ্রেস।

Updated By: Jul 17, 2021, 10:25 PM IST
মোদী-শাহের ঘরেই এবার Mamata-র ভাষণ, তৃণমূলের একুশ গুজরাটের ৩২ জেলায়

নিজস্ব প্রতিবেদন: ভিন রাজ্যে একটা-দুটো আসন জিততে যাবে না তৃণমূল। বরং ক্ষমতা দখলই হবে লক্ষ্য। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে নেওয়ার পর আগামী স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘটনা হল, বাংলায় বিরাট জয়ের পর ২০২৪ সালের ভোটকে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্য়ের ঢাকে কাঠি পড়তে চলেছে আগামী ২১ জুলাই। শহিদ দিবসে দেশের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাষণ শোনানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। তাতে রয়েছে মোদী-শাহের নিজের রাজ্য গুজরাটও। 

একুশে জুলাই দিল্লির ঐতিহাসিক কনস্টিটিউশন হলে জায়েন্ট স্ক্রিনে মমতার (Mamata Banerjee) বক্তব্য শোনানোর বন্দোবস্ত করেছে তৃণমূল কংগ্রেস। ওই দিন সেখানে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তৃণমূল সাংসদরা তো থাকবেনই আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলের নেতানেত্রীদেরও। এর পাশাপাশি দেশের অন্যত্রও একুশে জুলাইয়ের কর্মসূচি নিতে চলেছে ঘাসফুল শিবির। এর মধ্যে রয়েছে মোদী-শাহের ঘর গুজরাটও। সে রাজ্যের ৩২টি জেলায় একুশে জুলাই পালনের পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।               

Zee ২৪ ঘণ্টাকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন,'বিস্তারিত বলছি না। নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটও কেন্দ্রের জনবিরোধী নীতির জেরে অস্থির। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য জন্য সেখানকার মানুষকেও ভুগতে হচ্ছে। গুজরাটের মানুষও মনে করছেন, এই মডেল ভুল। অপপ্রচার হয়েছে। কংগ্রেস ঠিকঠাক বিরোধীর ভূমিকা পালন করলে বিজেপির এতদিনে বিদায় ঘটত। অপশাসন থেকে মুক্তি চান গুজরাটের মানুষ। তাঁরা দেখছেন বাংলায় রূপশ্রী, কন্যাশ্রী পাচ্ছে। এ রাজ্য নিয়ে একটা কৌতূহল ও আকর্ষণ তৈরি হয়েছে।'

আরও পড়ুন- ভারতে কম্পিউটার শিখতে এসে মন্ত্রী? নিশীথের নাগরিকত্ব নিয়ে তদন্ত দাবি TMC-র
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.