ভবানীপুরে জয়লাভের পরই চার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা Mamata-র
ভবানীপুরে বড় ব্যবধানে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরে জয়ের পর আসন্ন চারটি কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শান্তিপুর, দিনহাটা, খড়দহ ও গোসাবায় উপভোট ৩০ অক্টোবর। ফলপ্রকাশ ২ নভেম্বর।
মমতা বলেন,''এরপর চারটি নির্বাচন আছে। প্রার্থীদের নাম ঘোষণা করতে চাই। শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী। ঠাকুর পরিবারের সঙ্গে যোগ রয়েছে ওঁর। আবেদন করব এবার ভোটটা আমাদের দিন। বিজেপিকে দিয়ে লাভ নেই। উদয়ন গুহ দিনহাটায়। খড়দহে প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।''
শান্তিপুর ও দিনহাটায় জিতেছিল বিজেপি। তবে সাংসদ পদে থাকতে ইস্তফা দেন জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক। প্রার্থীদের মৃত্যুর হওয়ায় খড়দহ ও গোসাবা আসন দু'টি ফাঁকা হয়। ভবানীপুর মমতার জন্য ছেড়েছিলেন শোভনদেব। তাঁকে খড়দহে প্রার্থী করলেন মমতা। তবে গোসাবায় প্রার্থী এখনও চূড়ান্ত করেনি তৃণমূল। মমতা জানান,''গোসাবায় নামটা ঘোষণা করব পরে। পার্থ ও বক্সির জন্য অপেক্ষা করছি। আমি তো সিদ্ধান্ত নিই না। ওঁদের কথা বলে গোসাবার প্রার্থীর নাম ঘোষণা করব। বাপ্পাদিত্য নস্কর ও সুব্রত মণ্ডল- দু'টি নাম রয়েছে।''