'CA বলতে আমি বুঝি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট'।
নিজস্ব প্রতিবেদন: অমিত শাহের (Amit Shah) কাছে 'কাটমানির সংজ্ঞা' জানতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, 'CA বলতে আমি বুঝি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। দেশে চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের প্রয়োজন আছে'। 'দিল্লি দেখুন', পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
১ বছর পর ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। স্রেফ CAA নয়, এদিন শিলিগুড়িতে কাটমানি ইস্যুতেও রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। বলেন, 'এখনও বাংলায় কাটমানি ও সিন্ডিকেট রাজ চলছে। ভেবেছিলাম, মমতা দিদি শুধরে যাবেন। কিন্তু বাংলার মানুষের রায়ে তৃতীয়বার ক্ষমতায় এসেও শোধরাননি'। পাল্টা জবাব দিলেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন: Metro Dairy: বুধে কংগ্রেস আইনজীবীদের বিক্ষোভ, লক্ষ্মীবারে হাইকোর্টের 'রাস্তা এড়ালেন' চিদম্বরম
অক্ষয় তৃতীয়া দিনে বাইপাসের ধারে উদ্বোধন হয়েছে নতুন তৃণমূল ভবনের। এদিন নতুন ভবনে পা রেখেই দলের রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বললেন, 'পাবলিকের পকেট থেকে যে মানিটা কাটা হচ্ছে, সেটার নাম কী? কাটমানি না ছাঁটমানি? প্রতিদিন পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। ৭০০ ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। সেই টাকাটা কোথায় যাচ্ছে? ১৭ লক্ষ কোটি টাকা। পকেট কাটলে কী বলা হয়, পকেটমার? নাকি পকেট কাটলে পকেট কাট বলা যায় না? কাটমানির সংজ্ঞাটা কী? আগে নিজেদের দিকে তাকান'।
এদিকে ফের জেলায় জেলায় শুরু হতে চলেছে প্রশাসনিক বৈঠক। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, '১০ তারিখ পশ্চিম মেদিনীপুরে যাচ্ছি। সেখানে প্রশানসিক বৈঠক থাকবে। পরের দিন, ১১ তারিখ দলীয় বৈঠক করব'। সেদিন বিকেলেই ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। পরের দিন দলীয় বৈঠক।
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.