৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা মমতার!

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে মোদী ঝড়। আর সেই ঝড়ে উড়ে গেল সমাজবাদী পার্টি ও কংগ্রেস। অন্যদিকে, পঞ্জাবে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। ৫ রাজ্যে বিধানসভা ভোটে জয়ী প্রার্থীদের টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Mar 11, 2017, 05:43 PM IST
৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা মমতার!

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে মোদী ঝড়। আর সেই ঝড়ে উড়ে গেল সমাজবাদী পার্টি ও কংগ্রেস। অন্যদিকে, পঞ্জাবে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। ৫ রাজ্যে বিধানসভা ভোটে জয়ী প্রার্থীদের টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তিনি লিখেছেন, গণতন্ত্রে কেউ যেতে কেউ হারে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বিশ্বাস রাখতে হবে মানুষের ওপর। বিভিন্ন রাজ্যে যাঁরা জয়ী হয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভোটারদের শুভেচ্ছা, পছন্দের প্রার্থী বেছে নেওয়ার জন্য। আর যাঁরা হেরে গিয়েছেন তাঁদের উদ্দেশ্যে লিখেছেন , ''কেউ ভেঙে পড়বেন না।''
 

.