'দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে,' প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ চাইলেন Mamata
"হয় এই তিনটি বিল প্রত্যাহার কর, নয় সরকার গদি ছাড়ো। দেশের পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে। তাই প্রধানমন্ত্রীর উচিত পদত্যাগ করা।"
নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তোপ দাগলেন, দেশের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তাই অবিলম্বে প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ করা উচিত। উল্লেখ্য, এদিন বিধানসভায় কেন্দ্রের নয়া কৃষি আইন (Farm Bill) প্রত্যাহারের দাবিতে প্রস্তাব আনে সরকারপক্ষ। কেন্দ্রের নয়া ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানানো হয় প্রস্তাবে। পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় সেই প্রস্তাব পেশ করতে শুরু করলে, হই হট্টগোল জুড়ে দেন বিজেপি বিধায়করা। 'জয় শ্রী রাম' স্লোগান দিতে শুরু করেন তাঁরা। এরপর প্রস্তাবের সমর্থনে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন-ই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সবমিলিয়ে ধুন্ধমার বেধে যায় বিধানসভায়।
জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পেশ করতে শুরু করলে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা 'জয় শ্রী রাম' (Jai Shri Ram) স্লোগান দিতে শুরু করেন। সেই স্লোগানে যোগদান করেন কংগ্রেস বিধায়ক দুলাল বরও, যিনি এখন বিজেপি শিবিরে যোগ দিয়েছেন। এই হট্টগোলের মধ্যেই সরকার পক্ষের আনা প্রস্তাবের সমর্থনে মুখ্যমন্ত্রী বলতে থাকেন, "এটা খুব দুঃখের বিষয় যে কেউ আন্দোলন করলে, সন্ত্রাসবাদী তকমা দিয়ে সেই আন্দোলন ভেঙে দেওয়া হচ্ছে। ২৬ জানুয়ারি পুলিসের ইনটেলিজেন্স ফেলিওর ছিল। পুলিস নিয়ন্ত্রণ করতে পারেনি। একটা-দুটো ছোট ঘটনা আন্দোলনের মধ্যে হতেই পারে, কিন্তু তার জন্য কৃষকদের দেশদ্রোহী, খালিস্থানি বলার তীব্র বিরোধিতা করছি।"
এরপরই মুখ্যমন্ত্রী আরও চড়া সুরে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কৃষি আইনের বিরোধিতায় বিধানসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, "হয় এই তিনটি বিল প্রত্যাহার কর, নয় সরকার গদি ছাড়ো। দেশের পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে। তাই প্রধানমন্ত্রীর উচিত পদত্যাগ করা।" চ্যালেঞ্জ ছোঁড়েন, "আগে দিল্লি সামলা, তারপর বাংলা।" এর পাশাপাশি, বিজেপি সরকার কৃষকস্বার্থ বিরোধী, আদানিদের পৃষ্ঠপোষকতা করছে বলেও বিধানসভায় ভাষণে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। শেষে "জয় জওয়ান, জয় কিসান, জয় হিন্দ, জয় বাংলা" স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, বিধানসভা অধিবেশনে তাপসের বক্তব্য বাতিল করলেন স্পিকার