'সুদক্ষ সাংসদ ও আইনজীবী ছিলেন', জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতার

২০ অগাস্ট থেকেই জেটলিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

Updated By: Aug 24, 2019, 01:35 PM IST
'সুদক্ষ সাংসদ ও আইনজীবী ছিলেন', জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতার

নিজস্ব প্রতিবেদন : প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে জেটলিকে একজন অসাধারণ সাংসদ ও সুদক্ষ আইনজীবী বলে উল্লেখ করেছেন মমতা। জেটলির প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত বলে জানিয়েছেন টুইটে। সমবেদনা জানিয়েছেন পরিবারের প্রতি। মুখ্যমন্ত্রী লিখেছেন, সব রাজনৈতিক দলের কাছেই ছিলেন শ্রদ্ধার মানুষ ছিলেন অরুণ জেটলি। ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য।

গত ৯ অগাস্ট প্রবল শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এইমস-এ ভর্তি হয়েছিলেন অরুণ জেটলি। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তারদের দল প্রাক্তন অর্থমন্ত্রীকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০ অগাস্ট থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু বিপদ এড়ানো গেল না কোনওভাবেই। গতকালই এইমস সূত্রে জানা যায়, অরুণ জেটলির শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হতে শুরু করেছে। আজ দুপুর ১২টা বেজে ৭ মিনিটে প্রয়াত হন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী।

আরও পড়ুন, সংখ্যাগুরু হিন্দুদের মর্জিমাফিক চলবে ভারত, হুঙ্কার মহারাষ্ট্র বিজেপি প্রধানের

প্রসঙ্গত, গত বছর তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল। তার পর চলতি বছর ক্যান্সারও ধরা পড়ে। শারীরিক অবস্থার প্রবল অবনতি হওয়ায় ২০১৯ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি অরুণ জেটলি। অসুস্থতার জেরে মোদীর মন্ত্রিসভায় মন্ত্রকের দায়িত্ব নিতেও চাননি তিনি। উল্লেখ্য, মোদী-১ ক্যাবিনেটে তিনি অর্থমন্ত্রী থাকার সময়ই জিএসটি ও নোটবন্দির মতো বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

.