করোনা গলায় হিট করে, উষ্ণ জলে পাতিলেবু দিয়ে খেলে গলাটা ক্লিয়ার হয়ে যায়: মমতা

ঘরে থাকার বার্তা মমতার। 

Reported By: সুতপা সেন | Updated By: Apr 1, 2020, 08:19 PM IST
করোনা গলায় হিট করে, উষ্ণ জলে পাতিলেবু দিয়ে খেলে গলাটা ক্লিয়ার হয়ে যায়: মমতা

নিজস্ব প্রতিবেদন: করোনা থেকে বাঁচতে রাজ্যবাসীকে শরীরে যত্ন নেওয়ার কথা স্মরণ করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কঠোরভাবে লকডাউন মেনে চলার পরামর্শও দিলেন। এরইসঙ্গে ঘরের মেয়ের মতো কয়েকটি উপদেশও দেন মমতা।   

মুখ্যমন্ত্রী বলেন,''নিশ্চিন্তে ঘরে থাকুন। ২-৩ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। শরীরের কেয়ার নিন। সেদ্ধ ভাত খান, কিন্তু পেট ভরে খান। জল বেশি করে খান। দমবন্ধ ঘরে থাকার চেয়ে জানলা খুলে রাখা ভালো। ভালো থাকুন। সুস্থ থাকুন। বয়স্কদের কেয়ার নিন। তাঁদের অনেক কিছুতেই ভুগতে হয়। তাঁদের অক্সিজেনটায় নজর রাখুন। অক্সিজেন সিলিন্ডার রাখুন। অক্সিজেনটা দিলে অনেক পেশেন্টদের অক্সিজেনটা বেড়ে যায়।''

মমতা আরও বলেন,''স্যালাইনের জল, আমরা তো ওআরএস খাই। নুন, লেবু, চিনির জল খাই।  এক্সপার্টরা বলছেন, উষ্ণ গরম জলে পাতি লেবু দিয়ে খান। করোনার জীবাণুটা গলায়  হিট করে। ওটা খেলে গলাটা ক্লিয়ার হয়ে যায়। আসুন না নিজেদের কেয়ার নিজেরা করি।''

আরও পড়ুন- রাজ্যে ৩ জন মারা গিয়েছে, তার মধ্যে একজন নিউমোনিয়ায়: মমতা

.