'আমরা উচ্ছ্বসিত', অর্থনীতিতে নোবেল জয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিশ্ব দারিদ্র দূরীকরণে কী কী পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই গবেষণার স্বীকৃতি হিসেবেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয় বলে জানা যাচ্ছে।

Updated By: Oct 20, 2019, 05:06 PM IST
'আমরা উচ্ছ্বসিত', অর্থনীতিতে নোবেল জয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : বাঙালির ফের নোবেল জয়। অর্মত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পাচ্ছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। স্ত্রী এস্থার ডুফলো ও আরও এক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে এবছর অর্থনীতিতে যুগ্মভাবে নোবেল পাচ্ছেন এমআইটি-র গবেষক।

কলকাতার সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, "অর্থনীতিতে নোবেল জয়ের জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হার্দিক অভিনন্দন। আরেক বাঙালি দেশকে গর্বিত করলেন। আমরা উচ্ছ্বসিত।"

বিশ্ব দারিদ্র দূরীকরণে কী কী পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই গবেষণার স্বীকৃতি হিসেবেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয় বলে জানা যাচ্ছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপেরও সদস্য ছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয় বাঙালি হিসেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অর্থনীতিতে নোবেল জয়ের খবরে নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, "আমরা গর্বিত। অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পাচ্ছেন। অবশ্যই গর্বের বিষয়। ওনার সঙ্গে কলকাতার আত্মিক যোগ। উনি ফিরলে আমরা ওনাকে সংবর্ধনা দেওয়া হবে।"

.