Mamata Banerjee: আগামী ১১ জুলাই পর্যন্ত পুলিসি হেফাজত হাফিজুলের
মুখ্যমন্ত্রীর বাসভবনকে মূলত তিনটি সিকিউরিটি জোনে ভাগ করা হয়। পাড়ার যেসব গলি তাঁর বাড়ির কাছাকাছি গিয়েছে সেখানে কড়া নজরদারি থাকার কথা
পিয়ালি মিত্র: নিরাপত্তা বলয় এড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে ঢুকে পড়ে হাসনাবাদের যুবক হাফিজুল মোল্লা। শনিবার রাত একটা নাগাদ ঢুকলেও নিরাপত্তা রক্ষীরা তাঁকে লক্ষ্য করেন পরদিন সকাল সাড়ে আটটা নাগাদ। কিন্তু কেন খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাফিজুল? অবাক করার মতো যুক্তি দিলেন অভিযুক্তের আইনজীবী।
সোমবার হাফিজুলকে আলিপুর আদালতে তোলা হয়। সেখানেই হাফিজুলের আইনজীবী বিকাশ চন্দ্র গুচ্ছাইত বলেন, দিদির বাড়িতে ওভাবে একজন অচেনা লোক কীভাবে ঢুকে গেল তা তদন্তের বিষয়। সেক্ষেত্রে নিরাপত্তার গাফিলতি সহ অনেক কিছুই হতে পারে। তবে যেটুকু জানা গেল তা হল, লালবাজার ভেবে ও ওখানে ঢুকে গিয়েছিল। লালবাজার যে ওটা নয় তা সাধারণ মানুষ জানে। এখন তদন্ত করে কী আসবে তা এখনই বলা যাবে না। আগানী ১১ জুলাই এই মামলার শুনানি হবে।
শনিবার রাত একটার পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে ঢুকে পড়েছিলেন হাসনাবাদের যুবক হাফিজুল মোল্লা। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়। রবিবার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে হাফিজুলের ঢুকে পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েই তদন্ত করছে পুলিস। পাশাপাশি বিষয়টি নিয়ে একটা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। কারণ গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে জড়িত। অভিযুক্তের বিরুদ্ধে ৪৫৮ ধারায় অর্থাত্ ক্ষতি করার উদ্দেশ্যে ঢোকার মামলা করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হলে আগামী ১১ জুলাই পর্যন্ত তাকে পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। হাসনাবাদের নারায়ণপুর থেকে কেন, কী উদ্দেশ্য যে মুখ্যমন্ত্রীর বাড়িতে সে ঢুকে পড়েছিল তা নিয়ে সবিস্তার জিজ্ঞাসাবাদ করা হবে।
মুখ্যমন্ত্রীর বাসভবনকে মূলত তিনটি সিকিউরিটি জোনে ভাগ করা হয়। পাড়ার যেসব গলি তাঁর বাড়ির কাছাকাছি গিয়েছে সেখানে কড়া নজরদারি থাকার কথা। সেই নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন সেটাই এখন খুঁজে দেখা হচ্ছে। পুলিসের সন্দেহ কোনও অসত্ উদ্দেশ্য নিয়েই ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন। কিন্তু যখন ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন তখন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা কী করছিলেন। কীভাবে তাদের নজর এড়িয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-পন্থ ভাঙলেন ৭২ বছরের রেকর্ড, টপকালেন ধোনিকে, ছুঁলেন ইঞ্জিনিয়ারকে
আরও পড়ুন-মিস ইন্ডিয়ার ফাইনালে প্রথম আদিবাসী প্রতিনিধি রিয়া তিরকে, লড়াইয়ে গড়লেন ইতিহাস!
আরও পড়ুন-Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে ধৃত হাসনাবাদের যুবক, তোলা হল আলিপুর আদালতে