এখানে-ওখানে ঘুরে বেরিয়েছে,মানে কত লোকের সংস্পর্শে এসেছে, ক্ষুব্ধ মমতা
সরকারি উচ্চপদস্থ আমলার বিলেত ফেরত ছেলের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।
নিজস্ব প্রতিবেদন: অবিবেচকের মতো আচরণ করেছেন সরকারি আমলা ও তাঁর ছেলে। নাম না নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, দায়িত্বশীল হওয়া উচিত ছিল। সকলের কাছে অনুরোধ করব, বিদেশ থেকে আসতেই পারেন। পরিবার পরিজন এখানে আছেন তাঁদের। এখানে ভিআইপি-এলআইপি করার জায়গা নেই। আমার ঘরে যে নিয়ম, আপনার ঘরেও সেই নিয়ম। পরীক্ষা করান। সেল্ফ স্টেটমেন্ট দিয়ে বলছেন, আমরা ভালো আছি। ১৫ থেকে ২৭ দিন আলাদা করে থাকুন।
সরকারি উচ্চপদস্থ আমলার বিলেত ফেরত ছেলের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। গৃহবন্দি না থেকে ঘুরে বেড়িয়েছেন ওই তরুণ। এমনকি গিয়েছিলেন নবান্নেও। ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেন,''উপসর্গ নিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো ঘুরে বেড়ালেন। এর চেয়ে অবিবেচকের কাজ কিছু হতে পারে না। একটা জায়গা থেকে আসছি, সেখানে রোগের প্রার্দুভাব বেশি। আমি কেন নিজেকে আইসোলেট করে রাখব না? ভিভিআইপি থেকে এলএলআইপি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ডাক্তার বলা সত্ত্বেও দেরি করেছে। এখানে ওখানে ঘুরে বেরিয়েছে, তার মানে কত লোকের সংস্পর্শে এসেছে। বন্যা হলে সবার বাড়িতে জল ঢোকে।
মমতার সংযোজন,''৯৫ হাজার বিদেশি কলকাতায় এসেছেন। আগামিকাল সকালেও অনেকে আসবেন। আপনাদের ওয়েলকাম করছি, অসুখটা ওয়েলকাম করছি না। দয়া করে স্বাস্থ্য দেখিয়ে নেবেন। নিজেদের আলাদা রাখবেন।হঠাত্ বেরিয়ে গেলাম, শপিং মলে ঘুরতে চলে গেলাম। পার্কে চলে গেলাম। আমার পরিবারের লোক প্রভাবশালী। এটাকে সমর্থন করি না। টেস্ট করা উচিত বলে মনে করি। বাবা-মাও তো আসে সংস্পর্শে। দায়বদ্ধতা থাকবে না!''
আরও পড়ুন- বিদেশ থেকে প্রায় ৯৫ হাজার মানুষ এসেছেন শহরে, বিধি মেনে চলার বার্তা মমতার