মনে হচ্ছে যেন প্রথমবার চন্দ্রযান পাঠানো হল, বিধানসভায় বললেন মমতা
এদিন বিধানসভায় নাগরিকপঞ্জির বিরোধিতায় প্রস্তাব দেন ফিরহাদ হাকিম।
নিজস্ব প্রতিবেদন: অধীর অপেক্ষায় গোটা দেশ। মধ্যরাতে চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার বিক্রম। তার আগে ভারতের চন্দ্রযান অভিযান নিয়ে কটাক্ষ করলেন মমতা। বলেন,''দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই এটা করা হয়েছে। মনে হচ্ছে যেন প্রথমবার চন্দ্রযান পাঠানো হল।''
এদিন বিধানসভায় নাগরিকপঞ্জির বিরোধিতায় প্রস্তাব দেন ফিরহাদ হাকিম। সে নিয়ে আলোচনায় রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন,''মনে হচ্ছে প্রথমবার চন্দ্রযান পাঠানো হল। ওরা ক্ষমতায় না থাকলে যেন এই ধরনের অভিযান হতো না। এটা অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা।'' মমতা আরও বলেন, ''বিজেপি নেতারা চাঁদে গিয়ে জায়গা রাখুন। ওখানে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকুন।''
West Bengal Chief Minister Mamata Banerjee in state Assembly: As if the Chandrayaan launch is the first in the country. As if before they came to power, no such missions were taken up. It is an attempt to divert attention from economic disaster. (File pic) pic.twitter.com/F4SjBA2pwL
— ANI (@ANI) September 6, 2019
West Bengal CM Mamata Banerjee in state Assembly: All pillars of democracy- media, judiciary- all being run by central advisories. Names of genuine Indians have been excluded from NRC list. I echo Dr. Manmohan Singh's words, concentrate more on economy than political vendetta. https://t.co/jTi6HFOmlu
— ANI (@ANI) September 6, 2019
ইসরোর বিজ্ঞানীদের হাত ধরে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করতে চলেছে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। আর সেই বিক্রমের সুষ্ঠ অবতরণের দিকেই এখন তাকিয়ে আসমুদ্রহিমাচল। তাকিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ বেঙ্গালুরুতে ইসরোর কন্ট্রোল রুম থেকে বিক্রমের অবতরণের মুহূর্তের সাক্ষী থাকবেন তিনি। ভারতের চাঁদের মাটি ছোঁওয়ার সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় উচ্ছসিত প্রধানমন্ত্রী। শুক্রবার একগুচ্ছ টুইটের মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী বললেন, "১৩০ কোটির ভারতী যে মুহূর্তের প্রতীক্ষায় ছিলেন, তা এসে গিয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২-এর অবতরণ। আমাদের দেশের বিজ্ঞানীদের কীর্তির সাক্ষী থাকবে ভারত তথা সমগ্র বিশ্ব।"