Mamata Banerjee: '২০২৪-র আগে বিজেপিকে হারানোর দারুণ সুযোগ এসে গেল'!
নবান্নে দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও।
সুতপা সেন: কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে আপের পাশে মমতা। নবান্নে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে পর বললেন, '২০২৪-র আগে বিজেপিকে হারানোর দারুণ সুযোগ এসে গেল'।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ২৪-র আগে বিরোধী ঐক্যে শান। কলকাতায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। নবান্নের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হল ২ মুখ্যমন্ত্রীর।
কী আলোচনা হল? এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশে পরেও কীভাবে অর্ডিন্যান্স জারি করল কেন্দ্রীয় সরকার? আমরা কথার্বাতা বললাম। সব পার্টির কাছে আবেদন করব, আমরা যদি একসঙ্গে বিরোধিতা আসনে বসি, তাহলে দেশবাসীর কাছে অনেক বড় বার্তা যাবে। আমরা বিজেপিকে রাজ্য়সভায় হারাতে পারি, তাহলে এই অর্ডিন্যান্সও বাতিল হয়ে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অর্ডিন্যান্সের বিরোধিতা করব। সুপ্রিম কোর্টের কাছে ন্যায় বিচার চাইব'।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Cm_7GHUrjeY" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web
আরও পড়ুন: School Fee: 'স্কুল মিষ্টির দোকান নয়', বার্ষিক ফি বৃদ্ধি মামলায় কী নির্দেশ দিল হাইকোর্ট?
২০১৫ সালে একটি আইন এনে দিল্লির আমলা নিয়োগ সংক্রান্ত ক্ষমতা নিজেদের হাতে নিয়েছিল কেন্দ্র। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত ১১ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানায়, আমলাদের রদবদল থেকে যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে দিল্লির নির্বাচিত সরকারের। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশকে পাশ কাটাতে এবার অর্ডিন্যান্স জারি করেছে মোদী সরকার।