ফেসবুকে নয়াফ্রন্টের ঘোষণা মমতার

কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক এখন আদায়-কাঁচকলায়। সংখ্যালঘু ভোট হারানোর ভয়ে বিজেপির ডাকেও সাড়া দিতে ভয় পাচ্ছেন। তাই জাতীয় রাজনীততে প্রাসঙ্গিক থাকতে কেন্দ্রে নয়া জোট গঠনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে ফেডেরাল ফ্রন্টের ডাক দিয়ে ফেসুবকে অকংগ্রেসি- অবিজেপি দলগুলিকে আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো। ফেডেরাল ফ্রন্ট গড়ার ডাক দিয়ে ফেসবুকে মমতা লিখেছেন, আঞ্চলিক দলগুলির মোর্চা গঠনের সময় এসেছে।

Updated By: Jun 10, 2013, 03:20 PM IST

কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক এখন আদায়-কাঁচকলায়। সংখ্যালঘু ভোট হারানোর ভয়ে বিজেপির ডাকেও সাড়া দিতে ভয় পাচ্ছেন। তাই জাতীয় রাজনীততে প্রাসঙ্গিক থাকতে কেন্দ্রে নয়া জোট গঠনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে ফেডেরাল ফ্রন্টের ডাক দিয়ে ফেসুবকে অকংগ্রেসি- অবিজেপি দলগুলিকে আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো । ফেডেরাল ফ্রন্ট গড়ার ডাক দিয়ে ফেসবুকে মমতা লিখেছেন, আঞ্চলিক দলগুলির মোর্চা গঠনের সময় এসেছে।

.