দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে 'ত্রিনয়নী মাতৃমূর্তি'র কার্ড আঁকলেন মমতা
আপাতত ৩০০ কার্ড ছাপানো হয়েছে। সেই কার্ডগুলি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের।
![দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে 'ত্রিনয়নী মাতৃমূর্তি'র কার্ড আঁকলেন মমতা দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে 'ত্রিনয়নী মাতৃমূর্তি'র কার্ড আঁকলেন মমতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/19/209611-11.jpg)
নিজস্ব প্রতিবেদন : শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে ঘরে ঘরে কার্ড পাঠাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। কার্ডে নিজে হাতেই ছবি এঁকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাতে আঁকা সেই কার্ড নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন তৃণমূল জনপ্রতিনিধিরা।
আকাশি নীল রঙের কার্ডে মাতৃমূর্তির ছবি এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিনয়নী মাতৃমূর্তির ছবি দেওয়া কার্ড একদিকে যেমন মুখ্যমন্ত্রী শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই বাংলা ভাষার পক্ষেও সওয়াল করেছেন তিনি। মাতৃমূর্তির শরীরে বাংলা বর্ণমালা যেন অলঙ্কারের মতো শোভা পাচ্ছে। পাশাপাশি, 'বাংলা' লেখা একটি প্রতীকী বইও শোভা পাচ্ছে মাতৃমূর্তির অবয়বে। ওয়াকিবহল মহল মনে করছে, কার্ডের মাধ্যমে রাজ্যের নাম 'বাংলা' করার বিষয়টিও তুলে ধরতে চেয়েছেন তৃণমূল নেত্রী।
উৎসবের মরশুম যাতে সবার সুখে, শান্তিতে কাটে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রীতি বজায় রাখার আবেদন করেছেন। কার্ডের ভিতরে শরতের বার্তা বহনকারী কাশ ও শিউলিফুলের ছবিও রয়েছে। তৃণমূল সূত্রে খবর, আপাতত ৩০০ কার্ড ছাপানো হয়েছে। সেই কার্ডগুলি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের। কাউন্সিলররা যাতে নিজেরা বাড়ি বাড়ি গিয়ে কার্ডগুলি পৌঁছে দেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে। একই নির্দেশ দেওয়া হয়েছে বিধায়কদের।
আরও পড়ুন, দেউচা-পাঁচমির উদ্বোধনে মমতার আমন্ত্রণের পরই প্রধানমন্ত্রীকে সাবধান করলেন সাংসদ স্বপন দাশগুপ্ত
উল্লেখ্য, শারদোৎসব উপলক্ষে স্টিকার ছাপিয়েছে বিজেপিও। 'দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী' শীর্ষক সেই স্টিকারকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। দলীয় প্রতীক পদ্মকে ব্যবহার করে পুজো নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে সরব হয়েছে তৃণমূল। এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে কার্ডকে হাতিয়ার করে পাল্টা ময়দানে নামল শাসক শিবির।