'বাংলা গানকে আরও ফাটাফাটি করার ভাবনাচিন্তা করছি!' অ্যালবাম প্রকাশ 'গায়িকা' Mamata-র

বাংলা গানের স্বর্ণযুগ ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন তৃণমূল নেত্রী।

Updated By: Oct 6, 2021, 07:35 PM IST
 'বাংলা গানকে আরও ফাটাফাটি করার ভাবনাচিন্তা করছি!' অ্যালবাম প্রকাশ 'গায়িকা' Mamata-র

নিজস্ব প্রতিবেদন: গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ায় প্রকাশিত হল তাঁর গানের অ্য়ালবাম। লেখা ও সুর তাঁর। নচিকেতাই জোর করে তাঁকে গান গাইয়েছেন বলে জানালেন তৃণমূল নেত্রী। তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা' উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে মমতা  (Mamata Banerjee) বলেন,''আপনারা হয়তো জানেন না, নচি প্রায় জোর করে গানটা করিয়েছে।''

উপনির্বাচনের মাঝেই স্বল্প সময়ে গান রেকর্ড করিয়েছেন বলে জানালেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,''২৭ তারিখ পর্যন্ত ভোটের সভা ছিল। ২৯ তারিখে ভাঙা গলায় ইন্দ্রনীলের বাড়িতে তিন জনে জড়ো হই। হঠাৎ একটা সিদ্ধান্ত হল। ইলেকশনের আগের দিন, যখন সবাই ভাবছে আগামিকাল কী হবে, তখন সন্ধে সাতটায় এই কাণ্ডটা করছি। নচি দশ মিনিটে গেয়েছে। ইন্দ্রনীলের গাওয়া গানও আছে।''

বাংলা গানের স্বর্ণযুগ ফিরিয়ে আনার উদ্যোগও নিচ্ছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন,''আমরা হিন্দি গান ভালোবাসি। তবে স্বর্ণযুগের বাংলা গানগুলি এখনও মনে রেখেছি। বাবুল এই যে প্রতুলদার গান গেয়ে গেল। এমন অনেক ভালো গান হৃদয়কে দোলা দেয়। কিন্তু  আমরা ধরে রাখতে পারি না। এখন মাঝে মাঝে রিয়েলিটি শোয়ে কয়েকটা ছেলে-মেয়েকে পুরনো গান গাওয়ানো হয়। দেখতে ভালো লাগে। দিওয়ালিটা হয়ে যাক। আমরা বসব। বাংলা গানটা কীভাবে আরও ফাটাফাটি করা যায়, সে ব্যাপারে ভাবনাচিন্তা করব। বাংলার গান, নাটক, সংস্কৃতি, বাংলার শিক্ষা, সভ্যতা সব কিছু ভালো।''

আরও পড়ুন- আবদার করেছিলেন Mamata, পিয়ানিকা উপহার দিয়ে Babul বললেন, 'ডেকে নেবেন আমি ফুঁ দেব'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.