আগে উপনির্বাচন করানোর কথা বলুক, পুরভোট সময়মতো ঠিক করে দেব: Mamata

কলকাতা-সহ রাজ্যের ১১৬টি পুরসভায় বাকি পুরভোট (West Bengal Civic Poll)। এখন প্রশাসকরাই চালাচ্ছেন পুরসভা। 

Updated By: Jun 24, 2021, 06:29 PM IST
আগে উপনির্বাচন করানোর কথা বলুক, পুরভোট সময়মতো ঠিক করে দেব: Mamata

নিজস্ব প্রতিবেদন: সাত দিন প্রচারের সময় দিয়ে উপনির্বাচন করা যেতে পারে বলে বুধবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গে এসেছে বকেয়া পুরভোট। এনিয়ে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জানান,'চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে তো নির্বাচন কমিশন উপনির্বাচন করানোর কথা বলুক। তার পর আমরা আমাদেরটা সময়মতো ঠিক করে দেব।'  

 

কলকাতা-সহ রাজ্যের ১১৬টি পুরসভায় বাকি পুরভোট (West Bengal Civic Poll)। এখন প্রশাসকরাই চালাচ্ছেন পুরসভা। কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলা করেছেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট মহলের মতে, পুর আইন অনুযায়ী রাজ্যের মতামত নিয়েই ভোটের সিদ্ধান্ত নিতে পারে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। করোনার তৃতীয় ঢেউ আসার আগে উপনির্বাচন করিয়ে নিতে চান মুখ্যমন্ত্রী। পুরভোট (West Bengal Civic Poll) নিয়ে তাঁর কী মত? মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'আমার তো নির্বাচন করতে কোনও ভয় নেই। আমরা তৈরি। কিন্তু ৭টা উপনির্বাচন বাকি আছে। এটা নির্বাচন কমিশন করলে বাদ বাকি করে নেব। এজন্য চিন্তা করতে হবে না।'  

প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোটগ্রহণ হয়নি। পরে করোনা পরিস্থিতিতে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। ভবানীপুর কেন্দ্রে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। নন্দীগ্রামে কেন্দ্রে পরাজিত হওয়ায় ভবানীপুরে মমতা (Mamata Banerjee) প্রার্থী হতে পারেন বলে খবর। ৬ মাস অর্থাৎ নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। বুধবার মমতা বলেছিলেন, 'উপনির্বাচন যতটা তাড়াতাড়ি সম্ভব করা উচিত। কারণ কোভিড পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ৭ দিন প্রচারের সময় দিয়ে করতে পারে। তৃতীয় ঢেউ এলে আর করা যাবে না। ৬ মাসের মধ্যে উপনির্বাচন করাই নিয়ম। নির্বাচনের সময় কোভিড সংক্রমণ হার ছিল ৩৩ শতাংশ। এখন এটা কমে হয়েছে ৩.৬১%।  ১০ দিনের মধ্যে এটা ১ থেকে ২ শতাংশের মধ্যে চলে আসবে। ৩৩ শতাংশ সংক্রমণ হারে নির্বাচন হতে পারে অথচ ১-২ শতাংশ থাকলে নির্বাচন হতে পারে না।' 

আরও পড়ুন- 'এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে', যাত্রী-বিক্ষোভ প্রশ্নে Mamata

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.