সংবিধান না মানলে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর, তোপ সোমেনের
সংবিধান না মানলে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর। শাসকদলের কর্মী সমর্থকদের হাতে নির্বাচন কমিশনের ওপর হামলার ঘটনায় এই প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা সোমেন মিত্র। তাঁর মন্তব্য, সংবিধানের প্রতি আস্থা নেই শাসকদলের। রাজ্যের বিভি ন্ন জেলায় কমিশনের কর্মীদের ওপর বেড়ে চলা হামলার ঘটনা তারই প্রমাণ।
সংবিধান না মানলে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর। শাসকদলের কর্মী সমর্থকদের হাতে নির্বাচন কমিশনের ওপর হামলার ঘটনায় এই প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা সোমেন মিত্র। তাঁর মন্তব্য, সংবিধানের প্রতি আস্থা নেই শাসকদলের। রাজ্যের বিভি ন্ন জেলায় কমিশনের কর্মীদের ওপর বেড়ে চলা হামলার ঘটনা তারই প্রমাণ।
রবিবার বিধানভবনে ছিল কংগ্রেসের কর্মিসভা। সভায় ছিলেন কলকাতা উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র। কর্মিসভার শেষে সোমেন মিত্র তোপ দাগলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। হাবড়া, হাওড়ার পর মালদহের মানিকচক। নির্বাচন কমিশনের কর্মীরা আক্রান্ত হয়েছেন শাসকদলের কর্মী সমর্থকদের হাতে। সোমেন মিত্রের অভিযোগ, সংবিধানের প্রতি আস্থা নেই শাসকদলের কর্মী সমর্থকদের। তাই তাদের আক্রমণের নিশানা হচ্ছেন কমিশনের কর্মীরা।
দলের বিতর্কিত দুই নেতা অনুব্রত মণ্ডল এবং মণিরুল ইসলামকে একমঞ্চে নিয়ে সভা করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গেও মুখ খুলেছেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। জলঙ্গির খুন নিয়েও শাসকদলকে আক্রমণ করেছেন তিনি। তাঁর অভিযোগ ওই ঘটনায় চক্রান্ত করে অধীর চৌধুরীকে ফাঁসাতে চাইছে তৃণমূল।