হলদিয়ায় ট্রাক দাঁড় করিয়ে প্রচুর টাকা তোলে BJP, বিস্ফোরক Mamata

গত ২২ জুলাই বালি পাচার রুখতে 'স্যান্ড মাইনিং নীতি'র কথা ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। 

Updated By: Aug 18, 2021, 10:51 PM IST
হলদিয়ায় ট্রাক দাঁড় করিয়ে প্রচুর টাকা তোলে BJP, বিস্ফোরক Mamata

নিজস্ব প্রতিবেদন: নাম উচ্চারণ করেননি। তবে মমতার লক্ষ্য যে শুভেন্দু অধিকারী, তা বুঝতে কারও বাকি থাকল না! নবান্নের সভাঘরে মমতার (Mamata Banerjee) অভিযোগ করলেন,হলদিয়ায় টাকা তোলে বিজেপি। এরপর সমবায় ব্যাঙ্কের অডিটের কথা জানিয়ে তাঁর বক্তব্য,বেনামি অ্যাকাউন্টের টাকা পেলেই সরকারি কোষাগারে চলে আসবে।          

গত ২২ জুলাই বালি পাচার রুখতে 'স্যান্ড মাইনিং নীতি'র কথা ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। সে কথা স্মরণ করিয়ে এ দিন তিনি বলেন,'বালি, পাথর নিয়ে নীতি করেছি। বালি, সুড়কি, কয়লা ও গরু পাচারে যুক্ত থাকলে কাউকে রেয়াত করা হবে না। পুলিসকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, অফিসারই হোক বা বাইরের পলিটিক্যাল লিডার ব্যবস্থা নিতে হবে।' এরপরই মমতার সংযোজন,'হলদিয়ায় বিজেপি পার্টি প্রচুর টাকা তোলে এখনও। ট্রাকগুলি দাঁড়ায় ওখানে। কত টাকা করে নেয় এক একটা ট্রাক থেকে, জিজ্ঞেস করুন নিজেরা সার্ভে করুন। পোর্ট থেকে কত টাকা ওঠে! পরিবহণ দফতরের কাছ থেকে একটা হিসাব নিচ্ছিলাম।'       

কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্য়ান শুভেন্দু অধিকারী। আরও একাধিক সমবায় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত তিনি। সে দিকেই ইঙ্গিত করে মমতা জানান,'সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্ট রয়েছে। ওখানে অডিট হবে। অডিট করতে কেউ বারণ করেনি। অডিট সরকার করতেই পারে। ধরুন আমি বেনামে এক হাজার বেনামি অ্যাকাউন্ট করলাম। কেউ জানতেও পারল না অথচ একটা জায়গায় হাজার হাজার কোটি টাকা গচ্ছিত করে রেখে দিলাম। বেনামি অ্যাকাউন্ট পেলেই সরকারি কোষাগারে চলে আসবে। কোথাও কোথাও সরকারকে সদয় ও মানুষের স্বার্থে নির্দয় হতে হয়। ওই টাকাটা একজন ব্যক্তি ভোগ করবে কেন? ওই টাকাটা মানুষ ভোগ করবে। এটা মানবিকতার স্কিম।' 

আরও পড়ুন- পরিবারের সব মহিলারাই কি পাবেন লক্ষ্মীর ভান্ডারের অনুদান? স্পষ্ট করে দিলেন Mamata

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.