TMCP: আগামিকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আরজি কর কাণ্ডের আবহে কী বার্তা মমতা-অভিষেকের?

TMCP: ছাত্রদের উপরে পুলিস নির্যাতনের প্রতিবাদে আাগামিকাল বনধ ডেকেছে বিজেপি। ফলে আগামিকালও শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমাল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে

Updated By: Aug 27, 2024, 05:41 PM IST
TMCP: আগামিকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আরজি কর কাণ্ডের আবহে কী বার্তা মমতা-অভিষেকের?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামিকাল বুধবার বনধ ডেকেছে বিজেপি। আর ওই দিনেই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে। সূত্রের খবর, সমাবেশে বক্তব্য রাখবেন ছাত্রীদেরই। শোনা যাচ্ছে এমনটাই নির্দেশ দিয়েছেন দলনেত্রী।

আরও পড়ুন-ইটের বদলে পাটকেল! ভারতবিরোধী পোস্টে লাভ ইমোজি, বাংলাদেশি ছাত্রীকে বিদায় করল NIT শিলচর...

আরজি কর ঘটনার প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই অভিযানকে ঘিরে ধুন্ধুমার হয়েছে বিভিন্ন জায়গায়। সাঁতরাগাছি, হেস্টিংস, হাওড়া, শিয়ালদহে তোলপাড় হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান দাগা হয়েছে ফাটানো হযেছে কাঁদানে গ্যাসের সেল। পুলিস মার খেয়েছে, অনেকটাই সংযম দেখিয়েছে। আগামিকালের সভায় এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে কিছু বলেন কিনা সেটাই দেখার।

ছাত্রদের উপরে পুলিস নির্যাতনের প্রতিবাদে আাগামিকাল বনধ ডেকেছে বিজেপি। ফলে আগামিকালও শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমাল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। পাশাপাশি বনধ ঘোষণার পরপরই তৃণমূল কংগ্রেসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বনধ হচ্ছে না। মানুষ এর বিরোধিতা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এনিয়ে কিছু বলবেন এমন সম্ভাবনা থেকেই যাচ্ছে।

আরজি করের ঘটনা সরকারের বিরুদ্ধেই যাচ্ছে। এনিয়ে একবার ময়দানে নামার পর থেকে নীরবই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর ঘটনার সিবিআই তদন্তের আদেশ হওয়ার পরও বিরোধীরা এনিয়ে যেভাবে সরকারকে নিশান করছে তাতে আগামিকাল মুখ্যমন্ত্রী এনিয়ে নীরবতা ভাঙেন কিনা তার উপরেও সবার নজরে থাকবে।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, অভিষেক-মমতার বক্তব্য রাখার খবরে উজ্জ্বীবিত গোটা ছাত্র পরিষদ। তৃণমূল সূত্রে খবর, দুপুর সাড়ে বারোটার মধ্যে চলে আসার কথা রয়েছে মমতা-অভিষেক দুজনেরই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.