কেয়ারটেকারের ছেলের বিয়ে উপলক্ষে রামপুরহাটে মামাবাড়ি যাচ্ছেন মমতা
২৯ জানুয়ারিই বীরভূমের রামপুরহাটে চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: মামার বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপলক্ষ, বাড়ির কেয়ারটেকারের ছেলের বিবাহ। সেই উপলক্ষে রামপুরহাটের কুসুম্বা গ্রামে যাচ্ছেন মমতা। ছোটবেলায় প্রায়শই মামার বাড়ি যেতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের মুখে সে কথা বহুবার জানিয়েছেন তিনি। তবে এবার দীর্ঘ ৫ বছর পর মামার বাড়িতে যাচ্ছেন ভাগ্নি মমতা।
২৯ জানুয়ারিই বীরভূমের রামপুরহাটে চলে যাচ্ছেন মমতা। ৫ বছর পর মামাবাড়িতে পা রাখতে চলেছেন তৃণমূল নেত্রী। মামার বাড়ির লাগোয়া বিয়েবাড়িতে আমন্ত্রিত তিনি। ভিভিআইপি ভাগ্নিকে অভ্যর্থনা জানাতে সাজো সাজো রব মমতার মামাবাড়িতে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে মন্টু দাস। তাঁর বড় ছেলে কৃশানু দাসের বিয়ে আগামী ৩০ জানুয়ারি। ওই বাড়িটির সামনে তৈরি হয়েছে বিশাল প্যাণ্ডেল। মুখ্যমন্ত্রীকে যে ঘরে বসানো হবে, সেই ঘরের দেওয়ালে পড়েছে সুবজ রঙের প্রলেপ। গোটা বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সোমবার রাতে কুসুম্বায় নিজের বাড়িতে চলে গিয়েছেন মন্টুবাবু। তাঁর কথায়, ''৩০ জানুয়ারি দিদি আসবেন। তাঁর পছন্দের সব পদ করা হয়েছে''।
আরও পড়ুন- হার্ট অ্যাটাকের পর চিকিত্সককে বাঁচিয়ে ঋণশোধ করল কুকুর
২৯ জানুয়ারি রাতেই বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সার্কিট হাউসে। ৩০ জানুয়ারি রয়েছে প্রশাসনিক সভা। ওই সভা থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধাপ্রদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।