নাড্ডার লিফলেট বিলির পরের দিন বৃহস্পতিবার ভবানীপুরে নামছেন মমতা

 দিন ভবানীপুরবাসীর দুয়ারে দুয়ারে পৌছে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Updated By: Dec 9, 2020, 10:30 PM IST
নাড্ডার লিফলেট বিলির পরের দিন বৃহস্পতিবার ভবানীপুরে নামছেন মমতা

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার ভবানীপুরে নিজের কেন্দ্রে দুয়ারে সরকার কর্মসূচিতে অংশ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে স্বাস্থ্যসাথী কার্ড বণ্টন করবেন খোদ মুখ্যমন্ত্রী। আজ, বুধবার ভবানীপুরে 'আর নয় অন্যায়' কর্মসূচি সেরে  গিয়েছেন জেপি নাড্ডা। ফলে আগামিকাল মমতার কর্মসূচি আলাদা মাত্রা পাচ্ছে। 

এ দিন ভবানীপুরবাসীর দুয়ারে দুয়ারে পৌছে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা অভিযোগের ফিরিস্তি ছাপা লিফলেট বিলি করেন। তারপর থিয়েটার রোডের ভাষা পরিষদে শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীদের নিয়ে নাড্ডার চা-চক্র। চায়ের কাপে চুমুক দিতে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার ছক বাতলে দিলেন নাড্ডা। সূত্রের খবর, নাড্ডা নির্দেশ দেন, ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুন। এমন প্রচার করুন যাতে মমতাকে তাঁর বিধানসভা নিয়ে ভাবতে হয় । ভবানীপুর কেন্দ্রে মমতাকে নজর দিতে বাধ্য করুন। 

নাড্ডার ভবানীপুরে কর্মসূচির পরের দিনই নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিসম্প্রতি রাজ্যের সকল নাগরিককে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার যদুবাবুর বাজারে দুপুরে নিজে হাতে স্বাস্থ্যসাথী কার্ড বিলি করবেন। মতার এই কর্মসূচিকে বিজেপির পাল্টা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। 

আরও পড়ুন- ভবানীপুরে ৩ হাজারের ব্যবধান ঘুচিয়ে নেত্রীকে চেকমেট দিতে ঝাঁপাল BJP

 

 

.