কঠিন পরিস্থিতি মোকাবিলার রূপরেখা তৈরিতে ফের দলের বিধায়কদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে তৃণমূলনেত্রী

শুক্রবার, ৫ জুন বিকাল পাঁচটায় এই ভিডিয়ো কনফারেন্স হওয়ার কথা রয়েছে।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Jun 4, 2020, 11:24 AM IST
কঠিন পরিস্থিতি মোকাবিলার রূপরেখা তৈরিতে ফের দলের বিধায়কদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে তৃণমূলনেত্রী

নিজস্ব প্রতিবেদন: আগামী শুক্রবার ফের দলের বিধায়কদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, ৫ জুন বিকাল পাঁচটায় এই ভিডিয়ো কনফারেন্স হওয়ার কথা রয়েছে।
বৈঠকের বিষয়বস্তু
# রাজনৈতিক বিশ্লেষকদের মতে, '২১ এর নির্বাচনের আগে করোনা ও আমফান শাড়াশি আক্রমণকে হাতিয়ার করতে চাইছে বিজেপি।  আমফান পরবর্তী পরিস্থিতিতে দলের বিধায়করা কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার খতিয়ান নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
# ভিন রাজ্য থেকে বহু মানুষ গত কয়েকদিনে রাজ্যে ফিরেছেন, এর ফলে জেলাগুলিতে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। এই পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতে পারেন নেত্রী।
#বিজেপিকে রুখতে কোন পথে এগোতে হবে, তা নিয়েই দলীয় নেতাদের একছি রূপরেখা তৈরি করে দেবেন।
বিজেপি যেভাবে সংগঠনকে ঢেলে সাজাচ্ছে, তৃণমূলও চাইছে নিজেদের সাংগঠনিক ভিতকে আরও বেশি করে মজবুত করতে।

#নির্বাচনের আগে এই বৈঠককে আগামী দিনের প্রস্তুতি হিসাবেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভিডিয়ো কনফারেন্সেই কেন আলোচনা?
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, লকডাউন শিথিল হলেও এখনই এক ছাদের তলায় জমায়েত হয়ে বৈঠক করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পাশাপাশি আমফানের পর নেতা, বিধায়করা নিজেদের এলাকাতেই ত্রাণ দিতে ব্যস্ত। তাই ভিডিয়ো কনফারেন্সেই বৈঠক হবে।

আরও পড়ুন: বৈঠকে মুখ্যমন্ত্রীকে ২২ বার 'মিসড কল'! মুখ্যসচিব শুনেই বললেন, 'আপনি তো খুব পপুলার'
আগামিকাল, শুক্রবারের বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

.