Dhaka International Film Festival: শনিবার থেকে শুরু ঢাকা চলচ্চিত্র উত্সব, বদলের বাংলাদেশে দেখানো হবে ভারতের এই ৪ ছবি

Dhaka International Film Festival: বাংলাদেশের সঙ্গে ভারতের এই টালমাটাল সম্পর্কের সময়েও ভারত থেকে পাঠানো হয়েছে ছবি। তবে থাকছেন না কোনও ডেলিগেট

Updated By: Jan 9, 2025, 09:37 AM IST
Dhaka International Film Festival: শনিবার থেকে শুরু ঢাকা চলচ্চিত্র উত্সব, বদলের বাংলাদেশে দেখানো হবে ভারতের এই ৪ ছবি

সেলিম রেজা | ঢাকা: বাংলাদেশে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামী ১১ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে উৎসবের ২৩তম আসর। উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন-ঠান্ডায় কাঁপছে পশ্চিমের জেলাগুলি, আরও নামবে পারদ, শনিবার আচমকা হাওয়া বদল বঙ্গে

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল শোভন ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১১ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এটি আয়োজিত হবে বাংলাদেশ ঢাকার জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কার্যনির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ।
প্রতিবারের ন্যায় এবারেও এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল বিশ্বাস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশ-সহ দেশ বিদেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। থাকবে নানা রকম সেমিনারের আয়োজন। এতে বাংলাদেশের তারকা শিল্পী-নির্মতাদের পাশাপাশি অংশ নিতে উপস্থিত হবেন নানা দেশের সিনেমার মানুষেরা।

এদিকে, ভারত থেকে এবার কোনো ডেলিগেট আসছেন না উৎসবে। তবে থাকছে ভারতের ৪টি ছবি। ভারতের যেসব চবি ঢাকার দর্শকরা দেখতে পাবেন সেগুলো হল পরিচালক শমীক রায় চৌধুরীর 'বেলাইন', পরিচালক যতলা সিদ্ধার্থ'র 'ইন দ্য বেলি অফ এ টাইগার', পরিচালক সৃজিত মুখার্জি'র 'পদাতিক', পরিচালক অভিলাষ শর্মা'র 'সোয়াহা', পরিচালক উজ্জ্বল পলের 'ক্লার্ক'।

উৎসবে ছবিগুলি প্রদর্শিত হবে ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.