তেলেঙ্গানাকে ২ কোটি টাকা আর্থিক সাহায্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
টানা বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানার বহু এলাকা।
নিজস্ব প্রতিবেদন: প্রবল বৃষ্টিতে উৎসবের মুখে ভাসছে তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলেঙ্গানাকে ২ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানার বহু এলাকা। আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই ব্যাপক ক্ষতি হয়েছে কৃষির। প্রাণ হারিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে তেলেঙ্গানার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ তহবিলে ২ কোটি টাকা আর্থিক সাহায্য দিলেন। মঙ্গলবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে ফোনে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান কেসিআর।
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, মাসখানেক আগে আমফানের জেরে বিশাল ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গের। আপনার রাজ্যের মানুষের কষ্টের কথা বুঝতে পারছি। সমবেদনা জানাচ্ছি। তেলেঙ্গানার ভাই-বোনেদের পাশে রয়েছে রয়েছে বাংলা। ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে ২ কোটি টাকা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর তহবিলে সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
West Bengal CM Mamata Banerjee writes to Telangana CM K Chandrasekhar Rao, contributing a "token sum" of Rs 2 Crores to Telangana CM's Relief Fund "as a mark of solidarity & brotherhood with people of Telangana."
Parts of Telangana are reeling under flood due to heavy rainfall. pic.twitter.com/Lj7K9eL4Co
— ANI (@ANI) October 20, 2020
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পেয়ে ধন্যবাদ জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
আরও পড়ুন- দিলীপকে ফোন 'বড় দিদি' মমতার, দিলেন পরামর্শ