স্নায়ুর সমস্যা সৌমিত্রর

গত ২৪ ঘণ্টায় সৌমিত্রর স্নায়ুর সমস্যা বেড়েছে।

Updated By: Oct 20, 2020, 08:02 PM IST
স্নায়ুর সমস্যা সৌমিত্রর

নিজস্ব প্রতিবেদন: নতুন করে শারীরিক অবস্থার অবনতি হল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এখন মূলত স্নায়ুর সমস্যাই দেখা গিয়েছে। পাঁচ জন বিশেষজ্ঞ গোটা বিষয়টি দেখছেন।

যে হাসপাতালে সৌমিত্র ভর্তি আছেন সেখানকার নিউরো মেডিক্যাল বোর্ড মনে করছে, স্টেরয়েড ইত্যাদি দেওয়ার ফলে ওঁর সাময়িক উন্নতি হয়েছিল। তবে স্টেরয়েড  বন্ধ করতেই সেই উন্নতি থমকে গিয়েছে। তাই আগামী দুদিন আবার স্টেরয়েড দিয়ে দেখতে হবে। 

বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার অভিনেতার এমআরআই করা হয়েছে। চোখে পড়ার মতো কোনও অস্বাভাবিকতা তাতে ধরা পড়েনি। তবে ওঁর কোভিড এনসেফ্যালোপ্যাথি এখনও আছে। অর্থাৎ, মস্তিষ্কের কার্যকারিতা সন্তোষজনক নয়। এটা কবে ঠিক হবে এখনই বলা যাচ্ছে না। 'গ্লাসগো কোমা স্কেল' আগে ১১ পর্যন্ত উঠেছিল। তারপর সূচক অবশ্য নামতে শুরু করেছে। এ জন্য একটু তন্দ্রাচ্ছন্নও থাকছেন সৌমিত্র। 

তবে আশার কথা, বেশির ভাগ সময়ে অক্সিজে্ন সাপোর্ট দিতে হচ্ছে না সৌমিত্রকে এবং তাতে ওঁর অসুবিধাও হচ্ছে না। বাকি 'প্যারামিটার' ঠিক আছে।

.