সিবিআই সিপিআইএমের হয়ে কাজ করছে, নন্দীগ্রাম চার্জশিট নিয়ে ব্রিগেডে ক্ষোভ উগরোলেন মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামকাণ্ডে সিবিআই চার্জশিট বাম সরকারকে কার্যত ক্লিনচিট দেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আর সেই ক্ষোভ উগরে দিলেন ব্রিগেড সমাবেশে। মুখ্যমন্ত্রী বলেন, সিবিআই কংগ্রেস ও সিপিআইএমের হয়ে কাজ করছে। যদিও নন্দীগ্রাম কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ই সিবিআই তদন্তের দাবি করেছিলেন।

Updated By: Jan 30, 2014, 09:50 PM IST

নন্দীগ্রামকাণ্ডে সিবিআই চার্জশিট বাম সরকারকে কার্যত ক্লিনচিট দেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আর সেই ক্ষোভ উগরে দিলেন ব্রিগেড সমাবেশে। মুখ্যমন্ত্রী বলেন, সিবিআই কংগ্রেস ও সিপিআইএমের হয়ে কাজ করছে। যদিও নন্দীগ্রাম কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ই সিবিআই তদন্তের দাবি করেছিলেন।

নন্দীগ্রাম কাণ্ডে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, গোপনে অপারেশন চালিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। বিরোধী দল হিসাবে তৃণমূলের অভিযোগ ছিল, ১৪ জন নয়, নন্দীগ্রামে কয়েকশ মানুষকে খুন করা হয়েছে, যাদের দেহ লোপাট করে দেয় সিপিআইএম। মমতা বন্দ্যোপাধ্যায় এও অভিযোগ করেন, ২০০৭-এর ১৪ মার্চ পুলিসের সঙ্গে হাওয়াই চটি পরে ঢুকেছিল সিপিআইএম ক্যাডাররা। সত্য উদ্ঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি করেন তখনকার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিবিআই তদন্ত করে যে চার্জশিট দিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের কোনও অভিযোগই প্রমাণ হয়নি। বরং বামেদের অনেকটা স্বস্তি দিয়েছে ওই চার্জশিট। আর তাতেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী নেত্রী থাকাকালীন প্রায় সব ইস্যুতেই নিয়ম করে সিবিআই তদন্ত দাবি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি যে কেন্দ্রীয় সংস্থার ওপর আস্থা হারিয়েছেন, তা গোপন করেননি।

.