পুর উন্নয়নকে নির্বাচনি প্রচারের হাতিয়ার করার বার্তা মমতার
সামনের বছর পুর নির্বাচনে কলকাতা পুর এলাকার উন্নয়নকেই প্রচারে বেশি করে তুলে ধরা হবে। গতকাল দলের বৈঠকে তা এক প্রকার স্থির করে ফেলেছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি রাজ্যের পঞ্চায়েতের রেকর্ড উন্নয়নকেও মডেল হিসেবে প্রচারে তুলে ধরা হবে। তৃণমূল নেতৃত্ব মনে করছে, এবার বাম বা কংগ্রেস নয়, নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে রাজ্যে বিজেপির উত্থান।
কলকাতা: সামনের বছর পুর নির্বাচনে কলকাতা পুর এলাকার উন্নয়নকেই প্রচারে বেশি করে তুলে ধরা হবে। গতকাল দলের বৈঠকে তা এক প্রকার স্থির করে ফেলেছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি রাজ্যের পঞ্চায়েতের রেকর্ড উন্নয়নকেও মডেল হিসেবে প্রচারে তুলে ধরা হবে। তৃণমূল নেতৃত্ব মনে করছে, এবার বাম বা কংগ্রেস নয়, নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে রাজ্যে বিজেপির উত্থান।
পাখির চোখ বিধানসভা ভোট নয়। তৃণমূল সূত্রে খবর, দুহাজার চোদ্দ সালের আগে তাঁদের সামনে বড় পরীক্ষা পুর নির্বাচন। কারণ, এ বছর কেন্দ্রে ক্ষমতায় আসার পর রাজ্যের জেলাগুলিতে বিজেপির উত্থান চাপ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের ওপর। নতুন প্রতিপক্ষকে সামাল দিতে তাই রাজ্যের উন্নয়নকেই প্রচারে বেশি করে আনা হবে বলে কার্যত ঠিক হয়ে গিয়েছে শুক্রবার তৃণমূলের সাংগঠনিক বৈঠকে। তৃণমূল নেতারা মনে করছে, মোদী সরকারের উন্নয়নের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে রাজ্যের উন্নয়ন।
পঞ্চায়েতমন্ত্রীর দাবি, পঞ্চায়েতের কাজে বড় সড় সাফল্য পেয়েছে রাজ্য। দুহাজার এগারোয় ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এখনও পর্যন্ত সাড়ে ছয় হাজার কিলোমিটার রাস্তা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে রাজ্য। এরপরও আছে আরআইডিএফ প্রকল্পে রাস্তা তৈরি। সেই সমস্ত সাফল্যের কথাও থাকবে পুরভোটের প্রচারে।