হিন্দি বলয়ে গেরুয়া ঝড়, হাওয়া বুঝতে কাল দিল্লি যাচ্ছে মমতা

চার রাজ্যে বিধানসভার ভোটে কার্যত ধরাশায়ী কংগ্রেস। হিন্দি বলয়ে উঠেছে গেরুয়া ঝড়। আর এই পরিস্থিতিতেই কাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহল মনে করছে, রাজধানীর রাজনীতির জল মাপতেই তাঁর এই সফর। রবিবারই বেরিয়েছে চার রাজ্যের ভোটের ফল। আর সোমবারই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত সফর। কিন্তু, রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই ফের সক্রিয় হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

Updated By: Dec 8, 2013, 11:31 PM IST

চার রাজ্যে বিধানসভার ভোটে কার্যত ধরাশায়ী কংগ্রেস। হিন্দি বলয়ে উঠেছে গেরুয়া ঝড়। আর এই পরিস্থিতিতেই কাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহল মনে করছে, রাজধানীর রাজনীতির জল মাপতেই তাঁর এই সফর। রবিবারই বেরিয়েছে চার রাজ্যের ভোটের ফল। আর সোমবারই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত সফর। কিন্তু, রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই ফের সক্রিয় হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

তৃণমূলের সামনে এখন তিনটি রাস্তা খোলা আছে।
১. কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটে লড়াই
২. বিজেপির সঙ্গে হাত মেলানো
৩. কংগ্রেস, বিজেপি আর বামেদের থেকে সমদূরত্ব বজায় রেখে আঞ্চলিক দলগুলিকে কাছে টানার চেষ্টা।

চার রাজ্যের ভোটের ফলেই স্পষ্ট, দুর্বল হচ্ছে কংগ্রেস। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোনওরকম সবুজ সঙ্কেত পেলে, তৃণমূলের শর্ত মেনেই কংগ্রেসের জোটে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু ক্ষয়িষ্ণু কংগ্রেসের সঙ্গে কি হাত মেলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেটাই এখন বড় প্রশ্ন।

রাজ্যের সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে তৃণমূলের পক্ষে প্রকাশ্যে বিজেপির সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা যথেষ্টই ক্ষীণ।

খোলা থাকছে তৃতীয় পথ। জয়ললিতা, নীতীশ কুমারদের নিয়ে তৃতীয় ফ্রন্টের জন্য উদ্যোগী হতে পারেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

রাষ্ট্রপতি নির্বাচনের সময় থেকে এই উদ্যোগ শুরু হয়েছিল। কিন্তু, তখন তা সফল হয়নি। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সেটাই নতুন মাত্রা পায় কিনা, সেটা বড় প্রশ্ন।

একক শক্তিতেই লোকসভা ভোটে এরাজ্যে তারা তিরিশ থেকে বত্রিশটা আসন জিততে পারবে বলে মনে করছে তৃণমূল। কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে এই আসনগুলোই গুরুত্বপূর্ণ হয়ে উঠতেই পারে। এই অবস্থায় সবদিক খোলা রেখেই পা ফেলতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী।

.