ফের ফেসবুকে তোপ মমতার

এফডিয়াই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর সংঘাত জারি রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর ফেসবুক পেজে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। ১০ বছর আগে মহারাষ্ট্রের একটি বাণিজ্যিক সংগঠনকে লেখা মনমোহন সিংয়ের চিঠি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ওই চিঠির মাধ্যমে এফডিআই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান বদলের অভিযোগ আনা হয়েছে।

Updated By: Sep 25, 2012, 09:46 AM IST

এফডিয়াই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর সংঘাত জারি রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর ফেসবুক পেজে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। ১০ বছর আগে মহারাষ্ট্রের একটি বাণিজ্যিক সংগঠনকে লেখা মনমোহন সিংয়ের চিঠি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ওই চিঠির মাধ্যমে এফডিআই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান বদলের অভিযোগ আনা হয়েছে।
ইউপিএ থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণার দিন কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রীমো। কেন্দ্রীয় সরকার থেকে বেরিয়ে আসার পর এবার সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তিনি। এবং তা করলেন যথেষ্ট কৌশলের সঙ্গেই। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি চিঠি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে একটি চিঠি ২০০২ তে লেখা। ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস্ অফ মহারাষ্ট্র নামের একটি বাণিজ্যিক সংগঠনকে চিঠিটি লিখেছিলেন বর্ত্মান প্রধানমন্ত্রী। তখন তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা ছিলেন। বাণিজ্যিক সংগঠনটি মনমোহন সিংয়ের কাছে জানতে চেয়েছিল, এফডিআই চালু নিয়ে তত্কালীন কেন্দ্রীয় সরকার কী ভাবনা-চিন্তা করছে? তার উত্তরে ২০০২-এর ২১ ডিসেম্বর একটি চিঠি লেখেন মনমোহন সিং। এফডিআই চালু হলে দেশীয় খুচরো বাজার কীভাবে মার খাবে তারই উল্লেখ ছিল সেই চিঠিতে। তাতে তিনি স্পষ্ট ভাবেই জানিয়ে ছিলেন খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ চালু করতে দেওয়া ঠিক হবে না।
এই মন্তব্য নিয়েই সরব হয়েছে তৃণমূল শিবির। তৃণমূল নেত্রী ফেসবুকে জানিয়েছেন নিজের অবস্থান থেকে সরে এসেছেন প্রধানমন্ত্রী। বিরোধী থাকাকালীন এফডিআই-এর বিরোধীতা করলেও এখন নিজের অবস্থান থেকে সরে এসেছেন তিনি। মমতা দ্বিচারিতার অভিযোগও এনেছেন মনমোহন সিং-এর বিরুদ্ধে।
 

.