আত্মবিশ্বাস আর আক্রমণের সুরেই ভোট প্রচারের `ষষ্ঠী` সারলেন মমতা

লোকসভা ভোটের পর তৃতীয় একক বৃহত্তম শক্তি হতে হবে তৃণমূল কংগ্রেসকে। এই ডাক দিয়েই নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বামফ্রন্ট বা সিপিআইএম নয়, অন্য কোনও দল নয় তৃতীয় বৃহত্তম দল হিসেবে মাথা তুলবে তৃণমূল কংগ্রেসই।

Updated By: Mar 18, 2014, 10:29 PM IST

লোকসভা ভোটের পর তৃতীয় একক বৃহত্তম শক্তি হতে হবে তৃণমূল কংগ্রেসকে। এই ডাক দিয়েই নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বামফ্রন্ট বা সিপিআইএম নয়, অন্য কোনও দল নয় তৃতীয় বৃহত্তম দল হিসেবে মাথা তুলবে তৃণমূল কংগ্রেসই।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ পৈলানে এক কর্মিসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের প্রচারে সিপিআইএমকে একহাত নেন মমতা। কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ওরা দুর্নীতির দল। বিজেপিকে সাম্প্রদায়িক শক্তি বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো।

তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগণার চার প্রার্থীর সমর্থন ছিল এই কর্মিসভা। এদিকে চতুর্থ দফার দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন প্রকাশিত হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়৷ অসম, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের ১১টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। উত্তরপ্রদেশের মোরাদাবাদে তৃণমূল প্রার্থী হচ্ছেন ইশরাত হাসিম কুদ্দুস এবং ঝাড়খণ্ডে গিরিডিতে আশুতোষ বর্মা।

.