বাবুঘাটের গঙ্গায় বিলীন মান্না দে-র চিতাভস্ম
বাবুঘাটের গঙ্গায় বিলীন হল সুরসম্রাট মান্না দে-র চিতাভস্ম। পুরনো তিক্ততা ভুলে রাজ্য সরকারের পাশে দাঁড়াতে চায় মান্না দের পরিবার। প্রয়াত প্রবাদপ্রতিম শিল্পীর স্মরণে রাজ্য সরকার কোনও উদ্যোগ নিলে সবরকম সহযোগিতায় প্রস্তুত তাঁরা। রবিবার একথা জানালেন মান্না দের মেয়ে সুমিতা দেব। এক মাস হয়ে গেল প্রয়াত হয়েছেন শিল্পী । আজ সকালে বাবুঘাটের গঙ্গায় শিল্পীর চিতাভষ্ম ভাসিয়ে দিলেন তাঁর মেয়ে ও জামাই।
বাবুঘাটের গঙ্গায় বিলীন হল সুরসম্রাট মান্না দে-র চিতাভস্ম। আজ মান্না দের মৃত্যুর এক মাস পূর্ণ হল। এদিন সকালে বাবুঘাটে প্রয়াত শিল্পীর ইচ্ছা অনুসারে চিতাভষ্ম ভাসিয়ে দিলেন তাঁর কন্যা ও জামাতা। আজ সকালেই বেঙ্গালুরু থেকে কলকাতায় আনা হয় মান্না দের চিতা ভষ্ম। বাবুঘাটে বিশেষ পুলিসি নিরাপত্তায় ধর্মীয় আচার সম্পূর্ণ করেন মান্না দের পরিবার। মান্না দের ছোট মেয়ে সুমিতা দেব জানিয়েছেন, প্রয়াত শিল্পীর স্মরণে রাজ্য সরকার কোনও উদ্যোগ নিলে তাঁরাও সাহায্য করবেন।
পুরনো তিক্ততা ভুলে রাজ্য সরকারের পাশে দাঁড়াতে চায় মান্না দের পরিবার। প্রয়াত প্রবাদপ্রতিম শিল্পীর স্মরণে রাজ্য সরকার কোনও উদ্যোগ নিলে সবরকম সহযোগিতায় প্রস্তুত তাঁরা। রবিবার একথা জানালেন মান্না দের মেয়ে সুমিতা দেব। এক মাস হয়ে গেল প্রয়াত হয়েছেন শিল্পী । আজ সকালে বাবুঘাটের গঙ্গায় শিল্পীর চিতাভষ্ম ভাসিয়ে দিলেন তাঁর মেয়ে ও জামাই।
২৪ অক্টোবর, ২০১৩ সালে, বেঙ্গালুরুতে জীবনাবসান হয় শিল্পী মান্না দের। ঠিক এক মাসের মাথায় রবিবার সকালে প্রয়াত শিল্পীর চিতাভষ্ম নিয়ে আসা হল তাঁর জন্ম শহর কলকাতায়। শিল্পীর ইচ্ছা অনুসারে গঙ্গায় চিতাভষ্ম ভাসিয়ে দিলেন তাঁর মেয়ে জামাই।
মান্না দের পরিবারের অনুরোধে বাবুঘাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিল কলকাতা পুলিস। মান্না কন্যা সুমিতা দেব জানিয়েছেন, শিল্পীর স্মরণে রাজ্য সরকার কোনও উদ্যোগ নিলে পুরোনো তিক্ততা ভুলে পাশে থাকবেন তাঁরাও।
এদিন বাবুঘাটে মুখ্যমন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধির সঙ্গেও দেখা করার ইচ্ছা প্রকাশ করেন সুমিতা দেব।