দীপাবলির আনন্দের শুরুতেই তাল কাটল শহরের অগ্নিকাণ্ডে

পুজোর আনন্দের মাঝেই ছন্দ কাটল, শহরে অগ্নিকাণ্ডের ঘটনায়। আজ আগুন লাগে গিরিশ পার্কের একটি বহুতলে। বহু মানুষ যেমন থাকেন এই বহুতলটিতে, তেমনই রয়েছে একাধিক অফিসও।

Updated By: Oct 29, 2016, 01:20 PM IST
দীপাবলির আনন্দের শুরুতেই তাল কাটল শহরের অগ্নিকাণ্ডে

ওয়েব ডেস্ক : পুজোর আনন্দের মাঝেই ছন্দ কাটল, শহরে অগ্নিকাণ্ডের ঘটনায়। আজ আগুন লাগে গিরিশ পার্কের একটি বহুতলে। বহু মানুষ যেমন থাকেন এই বহুতলটিতে, তেমনই রয়েছে একাধিক অফিসও।

আগুন লাগে এমনই একটি অফিসে। সেটি বন্ধ ছিল। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর চেহারা নেয় আগুন। প্রচন্ড ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছয়। তবে ধোঁয়ার কারণে প্রাথমিকভাবে কাজ করতে সমস্যায় পড়ে দমকলও। শেষপর্যন্ত অফিসের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা।

দমকল সূত্রে খবর, ভিতরে কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থাই ছিল না। কীভাবে চলছিল এই বেনিয়ম, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। যে অফিসটিতে আগুন লাগে, তার ভিতরে AC মেশিন অন ছিল। এর জেরেই শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের।

.